অঘোরে ঘুমাচ্ছে চিকিৎসক! বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ল রোগী, ভাইরাল ভিডিও

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের বিনা চিকিৎসায় মৃত্যু হল এক যুবকের। রক্তাক্ত অবস্থায় যন্ত্রণাতে ছটফট করতে করতেই মৃত্যু রোগীর, এদিকে জরুরি বিভাগে চেয়ারে বসেই টেবিলের উপর পা তুলে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন কর্তব্যরত চিকিৎসক! ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে ক্ষোভের মুখে পড়েছে লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিক্যাল কলেজ। বরখাস্ত করা হল দুই অভিযুক্ত চিকিৎসকদের।

ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও সূত্রে জানা গিয়েছে, গত সোমবার উত্তরপ্রদেশে হাসনবাদ গ্রামের বাসিন্দা সুনীল নামে এক যুবক রাস্তা পারাপার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। সঙ্গে সঙ্গে তাঁকে মেরঠের লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, সেই সময় কর্তব্যরত চিকিৎসকরা নাকি অঘোরে ঘুমোচ্ছিলেন। যার দরুন বিনা চিকিৎসায় রক্তাক্ত অবস্থায় যন্ত্রণা সইতে হয় সুনীলকে। এদিকে পাশের টেবিলে পা তুলে ঘুমিয়ে নাক ডাকছেন চিকিৎসক। এইভাবে যন্ত্রণা সহ্য করতে করতেই পর দিন তাঁর মৃত্যু হয়। গোটা ঘটনায় বেশ ক্ষুব্ধ গোটা পরিবার।

বিনা চিকিৎসায় মৃত্যু যুবকের

পরিবারের অভিযোগ, দীর্ঘ ক্ষণ রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারেই পড়ে থাকেন সুনীল। শত চিৎকার করে ডেকেও চিকিৎসকদের ঘুম ভাঙানো যায়নি। এদিকে ওই ঘটনার সময় হাসপাতালের সেই একই বিভাগের চিকিৎসক শশাঙ্ক জিন্দল উপস্থিত ছিলেন না। কিন্তু তাঁর কানে খবর পৌঁছতেই তিনি হাসপাতালে ছুটে যান। রোগীকে বাঁচানোর সব রকম চেষ্টাও করেন। কিন্তু বিফলে যায় সব চেষ্টা।। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ মারা যান সুনীল। এদিকে ভিডিয়ো ভাইরাল হতেই অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক ভূপেশ কুমার রায় এবং অনিকেতকে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন: শুঁটিয়ে লাল করে দেওয়া হল অনুব্রত ঘনিষ্ঠদের! মমতা বীরভূম ছাড়তেই তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব

তদন্ত কমিটি গঠন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে শোরগোল পড়ে গিয়েছে। পরিস্থিতি কোনো রকমে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। ঘটনায় মেরঠের জেলাশাসককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে হাসপাতালের অধ্যক্ষ আরসি গুপ্ত বলেন, ‘অভিযোগ পেয়েছি। অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করা যাচ্ছে কমিটি তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে।’ এদিকে ভাইরাল ভিডিয়ো দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। চিকিৎসকের বিরুদ্ধে শাস্তির দাবি করেছেন তারা।।

Leave a Comment