অঘ্রাণের শুরুতেই বড় ধাক্কা খেল শীত! ফের কবে পড়বে ঠান্ডা? আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: নভেম্বরের শুরুতেই শীতের দাপট বজায় থাকলেও দ্বিতীয় সপ্তাহ পড়তে না পড়তেই ফের বড় ধাক্কা খেল শীত (Weather Update)। পথের ‘কাঁটা’ হয়ে দাঁড়াল ঘূর্ণাবর্ত। যার দরুন কনকনে ঠান্ডার আমেজ একদমই উধাও হয়ে গিয়েছে। তাতেই মুখভার শীতপ্রেমীদের। সকলের মনে একটাই প্রশ্ন তবে কি এমন ভাবেই চলতি বছর কাটতে চলেছে গোটা শীত?

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এইমুহুর্তে শীত আগমনের পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে বঙ্গোপসাগরের উপর নতুন করে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং পূবালী হাওয়া। আর এই জোড়া ফলায় তাপমাত্রার পারদ চড়ছে রাজ্য জুড়ে। আগামী দু-তিনদিন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না বলেই পূর্বাভাস দপ্তরের। তবে ঘূর্ণাবর্ত মেঘ কাটতেই পুনরায় রাজ্য জুড়ে শীতের দাপট থাকবে, বাড়বে কুয়াশার দাপট,। তবে আপাতত শুষ্ক এবং পরিষ্কার, মেঘমুক্ত আকাশ বজায় থাকবে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গে শুষ্ক এবং মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে বলেই জানা গিয়েছে। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। সঙ্গে বিন্দু-বিন্দু ঘাম জমবে কপালে। অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রায় বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি। ভোররাতেও কমবে শীতের আমেজ। শহরে বাড়বে কুয়াশার সম্ভবনা। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে। তবে এই সময়কালের মধ্যে কোনও বৃষ্টির সম্ভবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন: টোটোর দুলুনিতে চালকের প্রেমে হাবুডুবু, বিয়ের পর পরিবার না মানায় ধর্নায় তরুণী

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আবহাওয়ার মেজাজ খানিকটা বিগড়ে গিয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে তাপমাত্রা এই সময়ে সাধারণত যেমন থাকে, সেই তুলনায় এবছর তাপমাত্রা যেন খানিকটা বেশি। আশা করা যাচ্ছেআগামী কয়েকদিন এরকমই থাকবে সেখানকার পরিবেশ। তবে চিন্তা নেই, ঘূর্ণাবর্তের মেঘ কাটলেই ফের শীতের দাপট দেখা যাবে। তবে এইমুহুর্তে কুয়াশায় ঘেরা থাকবে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দিনের বেলায় তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Leave a Comment