অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ৯০টি দিম চুরি করে পালাল তৃণমূল কর্মী! হুলুস্থুল কাণ্ড গড়বেতায়

Purba Medinipur

সৌভিক মুখার্জী, গড়বেতা: এ কি কাণ্ড! এবার শাসক দলের নেতা ডিম চুরি করে পালালো! হ্যাঁ, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (Purba Medinipur) এক আইসিডিএস কেন্দ্রে। জানা যাচ্ছে, তৃণমূলের এক নেতা ওই কেন্দ্র থেকে ৯০টি ডিম চুরি করে পালিয়েছে, যা নিয়ে গোটা এলাকায় এখন নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।

ডিম চুরি করে পালালো তৃণমূল নেতা

রিপোর্ট অনুযায়ী খবর, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের নবকলা গ্রামের একটি আইসিডিএস কেন্দ্র থেকে ৯০টি ডিম চুরি হয়ে গিয়েছিল। ঘটনার পর কেন্দ্রের সুপারভাইজার প্রাথমিকভাবে দোষ চাপিয়েছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর। এর জেরে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন কেন্দ্রের ওই দুই অঙ্গনওয়াড়ি কর্মী। কিন্তু পরবর্তী সময়ে বিষয়টি প্রকাশ্যে আসতেই একেবারে গোটা এলাকায় নিন্দার ঝড় উঠে। স্থানীয়রা দাবি করে, প্রকৃত দোষীকে আড়াল করার জন্যই গরীব কর্মীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

প্রসঙ্গত, শিশুদের পুষ্টির জন্য রাজ্য সরকার খাবার দিয়ে থাকে। তবে সেই বরাদ্দকৃত সরকারি খাদ্য চুরির ঘটনা এবার সমাজে বড়সড় প্রশ্ন তুলছে। ডিমের মতো সামান্য খাদ্য সামগ্রী হলেও এই চুরি ভয়ানক বলেই মনে করছে আমজনতা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এটি শুধুমাত্র ডিম চুরির ঘটনা নয়, বরং শিশুদের অধিকার কেড়ে নেওয়ার মতোই ঘটনা। তাও আবার শাসক দলের বিরুদ্ধে এরকম অভিযোগ।

আরও পড়ুন: তৃণমূলকে বাঁচানোর জন্য শতদ্রু কাঠগড়ায়! শাসক দলকে ধুয়ে দিলেন শুভেন্দু

এদিকে এই ঘটনা সামনে আসার পর তৃণমূল অন্দরে আরও জলঘোলা সৃষ্টি হয়েছে। রাজ্য রাজনীতিতে বইছে নিন্দার ঝড়। প্রত্যেকে দোষীদের শাস্তির দাবি করছেন। এমনকি বিরোধী দলগুলোও এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে। কটাক্ষ করতে ছাড়ছে না কেউই। বিশেষ করে শিশুদের জন্য বরাদ্দ পুষ্টিকর খাবার চুরি হওয়া শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং নৈতিক অবক্ষয়েরও যে প্রতিফলন তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment