অজানা নম্বর থেকে কল এলেই দেখাবে নাম, Jio চালু করল CNAP সার্ভিস

Reliance Jio CNAP Service

সৌভিক মুখার্জী, কলকাতা: ব্যবহারকারীদের বিরাট সুখবর দিল রিলায়েন্স জিও। হ্যাঁ, এবার তারা লঞ্চ করল কলার নেম প্রেজেন্টেশন সার্ভিস (Reliance Jio CNAP Service)। জানা গিয়েছে, এই ফিচার্সের মাধ্যমে আপনাকে অজানা নম্বর থেকে কল করা ব্যক্তির নাম অটোমেটিক দেখানো হবে। ফলত, নম্বরগুলি শনাক্ত করা এবার আরও সহজ হবে, আর এটি আপনাকে স্ক্যাম কল এড়াতেও সাহায্য করবে এবং ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও নিরাপদ করে তুলবে তা বলার অপেক্ষা রাখে না।

সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে যে, অন্যান্য বড় বড় টেলিকম কোম্পানি যেমন এয়ারটেল, বিএসএনএল, এবং ভোডাফোন আইডিয়াকেও দেশজুড়ে এই কলার নেম প্রেজেন্টেশন পরিষেবা চালু করতে হবে। অর্থাৎ, এই কোম্পানিগুলির গ্রাহকরাও খুব তাড়াতাড়ি এই ফিচার্স ব্যবহার করতে পারবে এবং জালিয়াতির হাত থেকে মুক্ত হতে পারবে।

কোন কোন জায়গায় চালু হল এই ফিচার্স?

ইন্ডিয়া টিভির একটি রিপোর্ট অনুযায়ী, টেলিকম প্রোভাইডাররা বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স জিও পশ্চিমবঙ্গ, কেরালা, বিহার, উত্তর প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, অসম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ঝাড়খন্ড এবং উড়িষ্যায় এই ফিচার্স চালু করতে পেরেছে। এদিকে এয়ারটেল পশ্চিমবঙ্গ, গুজরাট, মধ্যপ্রদেশ এবং জম্মু কাশ্মীরে এই পরিষেবা চালু করেছে। ভোডাফোন আইডিয়া বর্তমান শুধুমাত্র মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে আংশিকভাবে এই ফিচার্স চালু করেছে। আর বিএসএনএল পশ্চিমবঙ্গে পরীক্ষামূলকভাবে ফিচার্সটি চালু করার পর্যায় রয়েছে।

আরও পড়ুন: অবশেষে স্বস্তি দিয়ে দরপতন সোনা, রুপোর! আজকের রেট

কলার নেম প্রেজেন্টেশন বা CNAP কী?

জেনে রাখা ভালো, CNAP অর্থাৎ কলার নেম প্রেজেন্টেশন এমন একটি পরিষেবা, যার মাধ্যমে আপনার ফোনের স্ক্রিনে অজানা ব্যক্তির নাম দেখাবে। তবে এটি ট্রুকলারের মতো অ্যাপ থেকে আলাদা। কারণ, CNAP সেই সমস্ত অফিসিয়াল নাম ব্যবহার করে যে নাম দিয়ে ওই সিমটি রেজিস্ট্রেশন করা হয়েছে। আর এটি নথির উপর ভিত্তি করেই তৈরি করা। ফলত, অন্যান্য অ্যাপের তুলনায় এটিকে আরও বিশ্বাসযোগ্য বলেই মনে করা হচ্ছে। তাই এখন দেশজুড়ে এই ফিচার্স চালু হওয়ার পালা।

Leave a Comment