অজিত আগরকরের সাথে চুক্তি বাড়াচ্ছে না BCCI! নতুন নির্বাচক পাবে টিম ইন্ডিয়া?

Ajit Agarkar contract as BCCI chairman selector not renewed report-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সালটা 2023। সে বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দেন চেতন শর্মা। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন নির্বাচকের দায়িত্ব পেয়েছিলেন শিবসুন্দর দাস। তবে পাকাপাকিভাবে একজনকে প্রধান নির্বাচকের পদে বসানোর জন্য চলে বাছাই পর্ব। নেওয়া হয় ইন্টারভিউ। আর সেই সব পর্ব কাটিয়ে শেষ পর্যন্ত টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পান ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার অজিত আগরকর (Ajit Agarkar)। শোনা যাচ্ছে, এবার তাঁর সাথে চুক্তি বাড়াচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড!

নতুন নির্বাচক পাবে ভারতীয় দল?

ভারতীয় দলের নির্বাচন কমিটির প্রধানের দায়িত্ব পাওয়ার পর থেকে বহুবার বিতর্কে জড়িয়েছে অজিত আগরকর নামটা। টিম ইন্ডিয়ার ব্যর্থতা এমনকি সাফল্যতেও গৌতম গম্ভীরের সাথে নাম জড়িয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের। তবে সে সব কিছু মাথায় নিয়েই নিজের দায়িত্ব পালন করে এসেছিলেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার। তবে এবার শোনা যাচ্ছে, প্রধান নির্বাচকের পদে অজিতের সাথে নাকি চুক্তি দীর্ঘায়িত করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।

অবশ্যই পড়ুন: “ট্রাম্পের সব হুমকির জবাব দেওয়ার প্রয়োজন নেই!” মোদিকে পরামর্শ মার্কিন গায়িকার

ইন্ডিয়ান স্পোর্টস নেটওয়ার্কের তরফে সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে দাবি করা হচ্ছে, ভারতীয় দলে অজিত আগরকরের দিন শেষ হচ্ছে। X হ্যান্ডেলে একটি পোস্ট করে ইন্ডিয়ান স্পোর্টস নেটওয়ার্ক লিখেছে, “এক যুগের সমাপ্তি। ভারতীয় দলের নির্বাচকের পদে অজিত আগরকরের সাথে চুক্তি নবায়ন করা করা হয়নি।” এক কথায়, নিজের কাজের মেয়াদ শেষ হয়ে গেলেই ভারতীয় দল থেকে বিদায় নেবেন প্রাক্তন তারকা ক্রিকেটার। যদিও এমন খবরের সত্যতা যাচাই করিনি আমরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফেও এ সংক্রান্ত কোনও তথ্য প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত আসেনি।

 

অবশ্যই পড়ুন: ট্রেনের বেডশিট নিজের ব্যাগে ঢুকিয়ে নিলেন বিজেপি নেতা! ধরা পড়তেই তুমুল শোরগোল, কটাক্ষ TMC-র

উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে নির্বাচক অজিতের প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। সংবাদ সংস্থা ANI এর সাথে কথা বলতে গিয়ে হরভজন জানিয়েছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একেবারে যোগ্য দল নির্বাচন করেছেন নির্বাচকরা। অজিতকে এই দল নির্বাচনের জন্য দশে দশ দেওয়া উচিত। শুভমনের জন্য একটু খারাপ লাগছে তবে তিনি খুব শীঘ্রই আবার দলে জায়গা পাবেন। সব খেলোয়াড়ই ম্যাচ উইনার। আমি আশা করি পরপর দুটি বিশ্বকাপ জিততে পারবো, কারণ আমাদের সেই দল আছে।”

Leave a Comment