প্রীতি পোদ্দার, উত্তরপাড়া: দুই বৃহন্নলা গোষ্ঠীর মধ্যে তাণ্ডব! অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে পুলিশের সামনেই ব্যাপক মারধর গালাগালি দুই গোষ্ঠীর (Clash Between Hijra Groups)। স্থানীয় খবর অনুযায়ী, হুগলীর উত্তরপাড়ার আর. কে. স্ট্রিটে বৃহস্পতিবার দুপুরে দুই বৃহন্নলা গোষ্ঠীর বচসা থেকে শুরু হওয়া উত্তেজনায় কার্যত হিমশিম খেতে হল পুলিশকে। শেষ পর্যন্ত ৩ জনকে বাধ্য হয়ে গ্রেফতার করে পুলিশ। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
ঘটনাটি কী?
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, বেশ কয়েকদিন ধরে উত্তরপাড়া, হিন্দমোটর, কোন্নগর এলাকায় বাড়িতে গিয়ে সদ্যজাত পরিবারের কাছ থেকে জোরপূর্বক বিপুল অর্থ আদায়ের অভিযোগ উঠে আসছে কয়েকজন বৃহন্নলার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার, ১৫ নম্বর ওয়ার্ডের আর কে স্ট্রিটের এক আবাসনে এক দম্পতির নবজাতক জন্মানোর খবর পেয়ে বৃহন্নলাদের এক দল সেখানে হাজির হন। অভিযোগ, তাঁরা বল পূর্বক মোটা অঙ্কের টাকার দাবিও করেন। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করে যে সেই দম্পতি উত্তরপাড়া থানায় ফোন করে।
গ্রেফতার ৩ বৃহন্নলা
দম্পতির অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদরকি করতে গিয়ে সংশ্লিষ্ট গোষ্ঠীর সঙ্গে ফোনে যোগাযোগ করলে আচমকাই অন্য এক বৃহন্নলা গোষ্ঠী বড় দলবল নিয়ে সেখানে পৌঁছে প্রথম দলের উপর চড়াও হয়। দুই দলের মধ্যে আচমকা শুরু হয় ধস্তাধস্তি ও মারধর। তীব্র উত্তেজনা তৈরি হয় এলাকা জুড়ে। বেশ কয়েক ঘণ্টা ধরে এমন পরিস্থিতি চলতে থাকে। পরে পুলিশি প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। গ্রেফতার করা হয় ৩ জন বৃহন্নলাকে। চন্দননগর কমিশনারেটের এক পদস্থ কর্তা জানান, “পুলিশ গিয়ে কয়েক জনকে থানায় নিয়ে আসে। এখন দেখা হচ্ছে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের আদৌ কোনও ভিত্তি আছে কি না।” জানা গিয়েছে, অভিযুক্তদের গতকাল শ্রীরামপুর কোর্টে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: SIR চাপে নদিয়ায় আত্মঘাতী BLO! সুইসাইড নোটে কমিশনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
পুলিশি হস্তক্ষেপে আপাতত এলাকার পরিস্থিতি শান্ত হলেও ঘটনার রেশ কাটতে সময় লাগবে বলেই জানিয়েছে এলাকাবাসীরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে কয়েকজন পুলিশকে। এদিকে অভিযোগকারী দম্পতির মধ্যেও এক ভয়ের আশঙ্কা তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ রাস্তায় বেরোতেও ভয় পাচ্ছেন তাঁরা, যদি কোনো ভাবে তাঁদের উপর আক্রমণ করা হয় এই ভেবে। তবে পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করছে পুলিশ।