অতিরিক্ত ২৫% শুল্ক তুলে নিতে পারে আমেরিকা! পুতিনের সাথে বৈঠকের পরই পথে এলেন ট্রাম্প?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই বৈঠকের উদ্দেশ্য কি শুধুই ইউক্রেন যুদ্ধ বন্ধ করা? নাকি এর নেপথ্যে অন্য কোনও ছক রয়েছে ট্রাম্পের?

সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, ভারতের উপর শুল্ক চাপিয়ে পুতিনকে বৈঠকে বসতে বাধ্য করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের প্রধান বক্তব্য, ভারতের উপর চড়া শুল্ক আরোপ করায় ব্যবসায়ীক দিক থেকে ক্ষতির মুখে পড়েছে রাশিয়া।

যদিও এসবের মাঝেই আবার ভিন্ন সুর টেনে ভারতের উপর থেকে অতিরিক্ত 25 শতাংশ শুল্ক তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন আমেরিকার শাসক। নবভারত টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পুতিনের বৈঠকের পরই ট্রাম্প বলেছেন, রাশিয়া থেকে তেল কেনে এমন দেশগুলির উপর এই মুহূর্ত শুল্ক আরোপ করা হবে না।

একই সাথে, ভারতের উপর চাপানো অতিরিক্ত 25 শতাংশ শুল্ক সংক্রান্ত সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। যদিও পরে তা পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হবে কিনা সে বিষয়ে এই মুহূর্তে কোনও স্পষ্ট তথ্য মেলেনি। তবে রিপোর্ট যা বলছে তাতে, হয়তো ভারতের উপর চাপানো অতিরিক্ত শুল্ক তুলে নিতে পারেন ট্রাম্প!

ভারতের উপর চাপানো অতিরিক্ত 25 শতাংশ শুল্ক আদৌ তুলবে আমেরিকা?

প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেছিলেন, রাশিয়া থেকে তেল কেনে এমন দেশগুলোর উপর এই মুহূর্তে আর অতিরিক্ত শুল্ক চাপানো হবে না। মার্কিন প্রেসিডেন্টের মতে, এই মুহূর্তে রাশিয়ার তেল ক্রেতাদের উপর শুল্ক আরোপের কোনও প্রয়োজন নেই। আর এমন ঘোষণার পরই প্রশ্ন উঠছে, তাহলে ভারতের উপর চাপানো অতিরিক্ত 25 শতাংশ শুল্ক প্রত্যাহার করবে তো আমেরিকা?

রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প নাকি বলেছেন, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আলাদাভাবে আর শুল্ক আরোপের প্রয়োজন নেই। তাঁর স্পষ্ট ইঙ্গিত ছিল, ভারতের উপর চাপানো অতিরিক্ত 25 শতাংশ ট্যারিফ প্রত্যাহার করা যেতে পারে! যদিও এরই মাঝে আমেরিকার শাসক জানিয়ে দেন, শেষ পর্যন্ত যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য কোনও পদক্ষেপ না আসে, তবে আগামীতে মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে আমেরিকা। পাশাপাশি রাশিয়া থেকে তেল কেনে এমন দেশ গুলির উপর অতিরিক্ত নিষেধাজ্ঞাও চাপানো হবে!

অবশ্যই পড়ুন: এশিয়া কাপ শুরুর আগেই বাদ সঞ্জু, তিলক, রিঙ্কু সিংরা! কঠিন দল বাছলেন ভাজ্জি

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিত পূর্ণ বক্তব্য, রাশিয়ার গলা টিপে ধরতেই ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে। আসলে ট্রাম্প মনে করেন, 50 শতাংশ শুল্কের চাপে রাশিয়া তাদের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হারিয়েছে। এদিকে আমেরিকার এমন পদক্ষেপকে অন্যায্য, অযৌক্তিক এবং আগ্রহণযোগ্য বলে দাবি করেছে ভারত। একই সাথে সমস্ত প্রতিকূলতার মধ্যেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে নয়া দিল্লি।

Leave a Comment