সহেলি মিত্র, কলকাতাঃ মৌসুমী বায়ু এবং অতি সক্রিয় নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে ডুবে গিয়েছে সমগ্র দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ। আপাতত ভারী বৃষ্টির তাণ্ডব চলবে বাংলায় বলে পূর্বাভাস জারি করে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমনিতে টানা বৃষ্টির কারণে জায়গায় জায়গায় জল জমে গিয়েছে। সেইসঙ্গে কমেছে তাপমাত্রাও। হাওয়া অফিস সূত্রে খবর, আজ মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা ও স্থল সিস্টেম সক্রিয় হয়ে রয়েছে। যে কারণে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সমগ্র দক্ষিণবঙ্গেই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আপাতত
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today)কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায়। সবথেকে বড় কথা, ভারী বৃষ্টিতে জলের তলায় যেতে পারে হাওড়া এবং কলকাতায়। এই দুই জেলায় ১২১ থেকে ১৮০ মিলি অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়।
আগামীকালের আবহাওয়া
বুধবার থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিন ভারী বৃষ্টিতে ভিজতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা। দক্ষিণবঙ্গের কথা বললে, বুধবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়।