অধিনায়ক হিসেবে প্রথম ১১ টেস্টের ১০ টিতেই সফল, ক্রিকেট বিশ্বে বাভুমা ছাড়া পারেনি কেউ

India Vs South Africa Test Temba Bavuma set a huge record as a captain

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লাল বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার গা থেকে চোকার্স তকমা সরিয়েছেন তিনি। গত জুনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ক্রিকেটের সুপার পাওয়ার হিসেবে পরিচিত দল অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই জয়টা ছিল অধিনায়ক হিসেবে টেম্বা বাভুমার দশম টেস্টে নবম জয়। সেখান থেকে গতকাল প্রথম টেস্টে (India Vs South Africa Test) ভারতকে হারিয়ে সেনাপতি হিসেবে 11 টেস্টের 10টিতে দক্ষিণ আফ্রিকাকে জয় পাইয়ে দিয়ে বিশ্ব রেকর্ড নিজের নামে করেছেন বাভুমা। না বললেই নয়, এর আগে 10 ম্যাচে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড ছিল ইংল্যান্ডের পার্সি চ্যাপম্যানের কাছে।

অধিনায়ক হিসেবে টেস্টে জয়ের নিরিখে বাভুমাই প্রথম

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ের মুকুট মাথায় তুলে স্বপ্ন ছিল অধিনায়ক হিসেবে পরবর্তী টেস্টেও জয় তুলবেন, রবিবার কলকাতার বুকে দাঁড়িয়ে সেটাই করে দেখালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। যদিও প্রথমদিকে ভারতের বোলিং আক্রমণের সামনে একপ্রকার কোণঠাসা হয়ে পড়েছিল বাভুমার দল। তাতে প্রশ্নচিহ্নের সামনে দাঁড়াতে পারতো প্রোটিয়া অধিনায়কের রেকর্ড। তবে দ্বিতীয় ইনিংসে পৌঁছে একেবারে নিজে দাঁড়িয়ে থেকে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি। করেছিলেন 55 রান। পরবর্তীতে ভারতকে 93 এ গুটিয়ে দিয়ে নিজের সাফল্যের ধারা অব্যাহত রাখলেন টেম্বা। 11 তম টেস্ট ম্যাচেও অধিনায়ক হিসেবে দশম জয় খুঁজে নিলেন তিনি।

বলতেই হয়, লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে প্রথম 11 টেস্টের 10টিতেই যে জয় পাওয়া যায়, সেটা এই মুহূর্তে প্রমাণ করে দেখিয়েছেন শুধুমাত্র বাভুমাই। হ্যাঁ, তিনিই একমাত্র অধিনায়ক যিনি প্রথম 11 টেস্টের দশটিতে জিতেছেন। 148 বছরের টেস্ট ইতিহাসে এই কীর্তি করতে পারেননি বিশ্বের কেউই। ইংল্যান্ডের চাপম্যান অবশ্য অধিনায়ক হিসেবে প্রথম 10 টেস্টের 9টি জিতে ছিলেন। এরপর সেই তালিকায় নাম রয়েছে অস্ট্রেলিয়ার লিন্ডসে হ্যাসেটের। এছাড়াও তালিকার চতুর্থ স্থানে রয়েছেন অধিনায়ক হিসেবে 9 টেস্ট জেতা রিকি পন্টিং এরও।

অবশ্যই পড়ুন: SIR নিয়ে বড় নির্দেশ কমিশনের

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের বর্তমান অধিনায়ক বাভুমা যদি এই মুহূর্তে অধিনায়কত্ব ছেড়ে দেন, সে ক্ষেত্রে তিনি অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ম্যাচ গুলির মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড নিয়েই নিজের সেনাপতির কেরিয়ার শেষ করবেন। বলে দিই, অধিনায়ক হিসেবে কোনও টেস্ট হারার আগে 10টি টেস্টে পরপর জয় পেয়ে যাওয়া অধিনায়ক হিসেবেও দ্বিতীয় স্থানে রয়েছেন বাভুমা।

Leave a Comment