বিক্রম ব্যানার্জী, কলকাতা: অনলাইন গেমিং বন্ধ করতে রাজ্যসভায় বিল পাস করিয়ে নিল কেন্দ্র। এর আগে বুধবার দ্যা প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল, 2025 শীর্ষক বিলটি পাস করানো হয়েছিল লোকসভায়।
বৃহস্পতিবার সেই বিলই সংসদের উচ্চকক্ষে পেশ করেন কেন্দ্রের ইলেকট্রনিক এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শেষ পর্যন্ত কোনও রকম বিতর্ক ছাড়াই সকলের সম্মতিতে পাস হয়ে গিয়েছে বিলটি। এখন অপেক্ষা রাষ্ট্রপতির স্বাক্ষরের। আর তা পাওয়া গেলেই আনুষ্ঠানিকভাবে নতুন আইন চালু হয়ে যাবে।
আর এরই মাঝে, বন্ধ হওয়ার মুখে দেশের একাধিক অনলাইন ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম। আর সেই ঝুঁকির তালিকায় শীর্ষে নাম রয়েছে Dream11। প্রশ্ন উঠছে, এই অনলাইন ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে গেলে কতটা ক্ষতি হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের? আদৌ কি এর কোনও প্রভাব পড়বে BCCI এর উপর?
নতুন বিলে কী বলা হয়েছে?
কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বুধবার এবং বৃহস্পতিবার পার্লামেন্টের উভয় কক্ষে অনলাইন মানি গেমিং নিষিদ্ধ করার জন্য যে বিলটি পাস করা হয়েছে তাতে অনলাইন গেমিংকে উৎসাহ দেওয়া হলেও, যেসব খেলায় অর্থ বিনিয়োগ করা বা গড়াপেটা করা হয়, সেগুলিকে পুরোপুরি নিষিদ্ধ করার কথা বলছে ওই নতুন বিল।
এছাড়াও বিজ্ঞাপন নিষিদ্ধ করার পাশাপাশি ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলিকে অর্থনৈতিক লেনদেনে যুক্ত অনলাইন গেমের জন্য তহবিল স্থানান্তর বা সাহায্যের বিধি নিষেধ জারির প্রস্তাব রয়েছে ওই নতুন বিলে। তাছাড়াও ওই বিলে বলা হয়েছে, কোনও ব্যক্তি আর মানি গেমিং পরিষেবা প্রদান করতে পারবেন না।
পাশাপাশি কাউকে টাকার বিনিময়ে অনলাইন গেমিংয়ের জন্য প্রলোভন দেখানো যাবে না। তাহলে ভারী জরিমানা এবং জেলের বিধানও দেয়া হয়েছে ওই নয়া বিলে। আর এই নয়া বিলের কারণে সরাসরি প্রভাব পড়তে চলেছে ভারতের চলমান বিভিন্ন ফ্যান্টাসি গেমিং পরিষেবার উপর।
নয়া বিলের কারণে ক্ষতির মুখে পড়বে BCCI?
কেন্দ্রের হাত ধরে রাজ্যসভায় পাস হয়ে যাওয়ার নতুন অনলাইন গেমিং বিল একবার আইনে পরিণত হয়ে গেলে দেশের অন্যান্য মানি গেমিং প্ল্যাটফর্মের পাশাপাশি বন্ধ হয়ে যাবে Dream11 অ্যাপও। এদিকে 2023 সালে এই অনলাইন গেমিং সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে 358 কোটি টাকার চুক্তি করেছিল।
বর্তমানে সেই চুক্তির দৌলতেই, কোম্পানিটি ভারতীয় ক্রিকেট দলের টাইটেল স্পনসর হয়ে উঠেছে এবং বর্তমানে টিম ইন্ডিয়ার জার্সিতে Dream11 এর বিজ্ঞাপন ছাপানো হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এই অনলাইন গেমিং সংস্থাটির সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি রয়েছে 2026 সাল পর্যন্ত। আর তারে আগেই বিলটি পাস হয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে কতটা ক্ষতি হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের?
TV 9 এর রিপোর্ট অনুযায়ী, Dream 11 প্লাটফর্মের উপর এই নয়া বিল প্রভাব ফেললে তাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। যদিও সংবাদ সংস্থা পিটিআইয়ের একটি প্রতিবেদনের দাবি করা হচ্ছে, ক্রীড়া আইনজীবী বিদুষ্পত সিংহানিয়ার মতে অনলাইন মানি গেমিং নিষিদ্ধ করতে যে নয়া বিল পাস করা হয়েছে তা ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর উল্লেখযোগ্য কোনও প্রভাব ফেলবে না। যুক্তি হিসেবে ওই আইনজীবীর দাবি, ভারতীয় ক্রিকেট বোর্ডের সামনে স্পন্সরশিপের কোনও অভাব নেই। প্রয়োজনে তারা এই কোম্পানি ছেড়ে দিয়ে অন্য বিকল্প খুঁজে নেবেন।
অবশ্যই পড়ুন: দীঘার জগন্নাথ মন্দিরে হাড়হিম কাণ্ড, মহিলার ব্যাগ কেটে মূল্যবান জিনিস চুরি! ভাইরাল ভিডিও
প্রসঙ্গত, Dream 11 গেমিং প্লাটফর্মের পাশাপাশি আরেক জনপ্রিয় অনলাইন মানি গেমিং কোম্পানি, মাই সার্কেল 11 এর সাথেও চুক্তি রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। গত 2024 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 4 মরসুমের জন্য এই কোম্পানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছিল BCCI। ফলত, Dream 11 এবং মাই ইলেভেন সার্কেল মিলিয়ে অনলাইন গেমিং সংস্থারগুলির সাথে মোট 625 কোটি টাকার চুক্তি রয়েছে বোর্ডের।