বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইডেন টেস্টের পর চলতি সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের আশা শেষ ভারতের। কোনও মতে দ্বিতীয় টেস্টে মান রক্ষা হলে, প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু করবে ভারত (India Vs South Africa)। আর তার আগেই একের পর এক ধাক্কা খাচ্ছে টিম ইন্ডিয়া। চোটের কারণে আসন্ন একদিনের সিরিজে খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার। ইডেন টেস্টে ঘাড়ে চোট পাওয়ায় অধিনায়ক শুভমন গিলকেও নিয়েও খুব একটা আশার আলো দেখছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। এরই মাঝে আরও দুই ক্রিকেটারের বাদ পড়ার খবর সামনে এলো।
এই দুই তারকা প্লেয়ারকে ছাড়াই ওয়ানডে সিরিজ খেলতে হবে ভারতকে!
ইডেনে ব্যাট করতে নেমে আচমকা ঘাড়ে চোট পাওয়ার পর হাসপাতালে ভর্তি করতে হয় শুভমন গিলকে। এই মুহূর্তে খেলোয়াড়ের যা অবস্থা তাতে তাঁকে গুয়াহাটি টেস্টে পাওয়া যাবে কিনা তা নিয়েই সন্দেহে দিন কাটাচ্ছে বোর্ড। কাজেই ফিটনেস নিয়ে সমস্যা না কাটা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও আপাতত অনিশ্চিত নন তিনি। অন্যদিকে সিডনিতে ওয়ানডে চলাকালীন আচমকা চোট পেয়েছিলেন আইয়ার। যার কারণে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল তাঁকে। তিনিও আসন্ন একদিনের সিরিজে খেলতে পারবেন না বলেই খবর।
অবশ্যই পড়ুন: গুঁড়িয়ে দিয়েছিল পুতিন সেনার একাধিক ট্যাঙ্ক! আমেরিকা থেকে এবার সেই জ্যাভলিন কিনছে ভারত
এদিকে, গত এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। যার কারণে অস্ট্রেলিয়া সিরিজ মিস হয়েছিল তাঁর। ক্রিকেট থেকে বিচ্ছিন্ন থাকায় এখনও জাতীয় দলে ফেরার অপেক্ষায় রয়েছেন ভারতের এই তারকা অলরাউন্ডার। এরই মাঝে শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের শর্ত মেনে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেললেও আসন্ন ওয়ানডে সিরিজে পান্ডিয়া জায়গা পাবেন কিনা সেটা নিশ্চিত নয়। পিটিআই এর একটি সূত্র বলছে, হার্দিক পান্ডিয়ার পাশাপাশি ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরাহকেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে দেখা যাবে না। এই দুজনকে ছাড়াই মাঠে নামতে পারে মেইন ইন ব্লু।
কারণ হিসেবে সূত্রের দাবি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই জসপ্রীত বুমরাহকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 50 ওভারে খেলাবে না বোর্ড। হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রেও বিষয়টা খানিকটা একই। এদিকে বুমরাহর চোট আশঙ্কাকে মাথায় নিয়েই তাঁর বিকল্প হিসেবে নামানো হতে পারে মহম্মদ সিরাজকে। বিশেষজ্ঞ মহলের দাবি, হার্দিক এবং বুমরাহর না থাকাটা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতকে কিছুটা হলেও চাপে ফেলবে….