অনুদান বাড়ল ২৫ হাজার, পুজো কমিটিগুলোকে ১,১০০০০ টাকা দেওয়ার ঘোষণা মমতার

Chief Minister Mamata announces grant to clubs for Durga Puja 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুজোর আগেই কপাল খুলল রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলির। মা আসতে এখনও প্রায় 2 মাস। আর তার আগেই রাজ্যের পুজো উদ্যোক্তাদের জন্য অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবারের তুলনায় এ বছর অনুদানের পরিমাণ বাড়ল 25 হাজার টাকা। অর্থাৎ এ বছর পশ্চিমবঙ্গের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্লাবগুলিকে 1 লক্ষ 10 হাজার টাকা করে অনুদান দেবে পশ্চিমবঙ্গ সরকার।

বৈঠক শেষেই অনুদান ঘোষণা

প্রতিবছরের মতো এ বছরও মহালয়ার আগে থেকেই শহরের বিভিন্ন পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো প্রায় 2 মাস আগে থেকেই পুলিশকে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোর সময় যাতে কোনও ঝুট ঝামেলা বা সমস্যা তৈরি না হয়, তার জন্য এখন থেকেই অল্প অল্প করে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

এরই মাঝে, বৃহস্পতিবার দুর্গা পুজো প্রস্তুতি উপলক্ষ্যে এক বৈঠকে হাজির হয়েই চলতি বছরের দুর্গাপূজো নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বৈঠক শেষ করে রাজ্যের ক্লাবগুলির উদ্দেশ্যে অনুদান ঘোষণা করেন মমতা। শুধু তাই নয়, পুজো শেষে কার্নিভাল অনুষ্ঠানেরও দিনক্ষণ ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী।

এবছর কার্নিভাল কবে?

এখনও পুজো পুজো মেজাজ উপভোগ করে উঠতে পারেননি রাজ্যবাসী। আর ঠিক সেই আবহেই দুর্গাপূজো সংক্রান্ত অন্যান্য নির্দেশনার পাশাপাশি রাজ্যের ক্লাবগুলির উদ্দেশ্যে মোটা টাকা অনুদান ঘোষণার সাথে সাথেই কার্নিভালের দিনক্ষণ ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী জানান, চলতি বছর 5 অক্টোবর অনুষ্ঠিত হবে দুর্গা পুজোর কার্নিভাল। আর তার আগে প্রতিমা বিসর্জনের জন্য 3 দিন সময় পাবেন ক্লাব কর্তারা।

অবশ্যই পড়ুন: “হিন্দু কখনই সন্ত্রাসী হতে পারে না”, মন্তব্য অমিত শাহের! মালেগাঁও নিয়ে কংগ্রেসকে তোপ বিজেপির

উল্লেখ্য, বৃহস্পতিবার আসন্ন দূর্গাপূজাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, পুজোর কয়দিন বেশি গাড়ি চালাতে হবে। সেই মর্মে পরিবহন দপ্তরকে নির্দেশ দেন মমতা। একই সাথে, পুজোর দিনগুলোতে যাতে বেশি সময় পরিষেবা পাওয়া যায় সেদিকেও নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি, মুখ্যমন্ত্রী বলেন, এ বছর এমন কোনও থিম তৈরি করা যাবে না যাতে ভিড়ের কারণে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই সঙ্গে হাসপাতালগুলিকে তৈরি থাকার পরামর্শ দিয়েই পুলিশকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment