অনুপ্রবেশের আগেই খতম ২ জঙ্গি! কাশ্মীরে বিরাট সাফল্য ভারতীয় সেনার

Two Terrorists Killed

সৌভিক মুখার্জী, কলকাতা: বিরাট সাফল্য ইন্ডিয়ান আর্মির (Indian Army)! পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা একেবারে গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। হ্যাঁ, বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরের নওশেরা নার এলাকায় সেনাবাহিনীর সংঘর্ষে দুই জঙ্গি নিকেশ (Two Terrorists Killed) হয়েছে। সেনা সূত্রে খবর পাওয়া গিয়েছে, এখনো তল্লাশি ও সন্ত্রাস বিরোধী অভিযান চলছে।

কীভাবে চলল এই অপারেশন?

ইন্ডিয়ান আর্মি জানিয়েছে, তাঁরা এবং জম্মু কাশ্মীর পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল যে, ওই এলাকায় অনুপ্রবেশের চেষ্টা হতে পারে। সেই খবরের ভিত্তিতেই চালানো হয় অভিযান। সীমান্তে নজরদারি চলাকালীন টহলরত সেনারা সন্দেহজনক কিছু নড়াচড়া টের পায়। তবে সতর্ক করা হলে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। আর সেনারাও পাল্টা জবাব দেয় এবং সংঘর্ষে দুই জঙ্গি নিকেশ হয়।

উল্লেখ্য, এনকাউন্টারের পর গোটা এলাকায় জোরদার তল্লাশি শুরু হয়েছে। আশঙ্ক করা হচ্ছে যে, আরো কেউ অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। তাই সেনা এবং পুলিশ মিলে গোটা এলাকায় নজরদারি চালাচ্ছে এবং এলাকার সর্বোচ্চ সতর্কর্তা জারি করা হয়েছে।

চলতি মাসেই দ্বিতীয় সাফল্য

প্রসঙ্গত, এটি চলতি মাসে ভারতীয় সেনার দ্বিতীয় বড় সাফল্য। কারণ এর আগে 1 আগস্ট শুরু হওয়া অপারেশন আখালে তিনজন জঙ্গি নিকেশ হয়েছিল। এমনকি পরে আরো তিনজনকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী। ফলে এক সপ্তাহের মধ্যেই ছয়জন জঙ্গি খতম হয়। তবে ওই অভিযানে একজন সেনা জওয়ান আহত হয়েছিলেন।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের পকেটে চাপ, ফের বাড়ল সোনার দাম, রুপো নিয়ে সুখবর! আজকের রেট

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে কাশ্মীর উপত্যকায় অনুপ্রবেশের চেষ্টা হু হু করে বাড়ছে বলেই দাবি করছে গোয়েন্দা সূত্র। বিশেষ করে গরমকালে বরফ গলতে শুরু করলে সীমান্ত পেরোনো তুলনামূলকভাবে সহজ হয়। তাই সেনারা এখন সর্বত্র নজরদারি চালাচ্ছে।

Leave a Comment