অনুশীলনে কামিংস, ম্যাকলারেন! অপুইয়ার চোট নিয়ে চিন্তায় মোহনবাগান

Mohun Bagan Super Giant worried about Apuia’s injury

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাঝ ময়দানে এসে পৌঁছেছে ডুরান্ড কাপের গ্রুপ পর্বের খেলা। তাই ভুলত্রুটি শুধরে নিজেদের আরও শক্তিশালী করে তুলছে মোহনবাগান। নকআউটের আগে কোনও রকম ভুল করতে চাইছেন না কোচ হোসে মোলিনা। সেই মতোই চলছে প্রস্তুতি।

আসন্ন শনিবার শক্তিশালী ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে ঘোড়া ছোটাতে চান স্প্যানিশ কোচ। সেই লক্ষ্যেই মঙ্গলবার রাতে শহরে এসে পৌঁছেছেন দুই অজি তারকা জেমি ম্যাকলারেন ও জেসন কামিংস। শহরের বটবৃক্ষের ছত্রছায়ায় আসতেই তড়িঘড়ি অনুশীলনে যোগ দিয়েছেন দুই তারকা। আর এসবের মাঝেই চোট পেলেন মোহনবাগানের প্রাণভোমরা।

দুই অজি তারকাকে শনিবারের একাদশে রাখবেন মোলিনা!

মঙ্গলবার শহরে আসার পরই মোহনবাগানের অনুশীলনে ঢুকে পড়েছেন দুই অস্ট্রেলিয়ান ফুটবলার কামিংস ও ম্যাকলারেন। বর্তমান পত্রিকার রিপোর্ট অনুযায়ী, এই দুই তারকাকেই শনিবার ডায়মন্ড হারবারের বিরুদ্ধে নামাতে চাইছেন প্রধান কোচ। হয়তো সে কারণেই শহরে আসতেই তড়িঘড়ি অনুশীলন শুরু করে দিয়েছেন দুজনেই। এদিকে দুই প্রিয় তারকাকে শহরে দেখে ব্যাপক উচ্ছসিত বাগান সমর্থকরা।

অবশ্যই পড়ুন: CAB প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচন লড়বেন সৌরভ গাঙ্গুলি, প্রতিপক্ষ কে?

ডুরান্ড কাপের মাঝেই দুঃসংবাদ!

এখনও পর্যন্ত ডুরান্ড কাপের গ্রুপ পর্বের গত দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছে মোহনবাগান। মোলিনার লক্ষ্য যেকোনও প্রকারে প্রতিপক্ষদের সরিয়ে নকআউটে জায়গা করা। সেই মতোই চলছিল সব। তবে হঠাৎ গন্তব্যের পথে কিছুটা ধাক্কা খেলো বাগান। মঙ্গলবার অনুশীলন চলাকালীন আচমকা চোট পেলেন মোহনবাগানের প্রাণ ভোমরা আপুইয়া।

এদিন অন্যের কাঁধে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল তাঁকে। সূত্রের খবর, বাগান তারকার চোট মোটেও হালকা ভাবে নিচ্ছে না সবুজ মেরুন ম্যানেজমেন্ট। জানা যাচ্ছে, শনিবার ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে মাঠে নামার আগেই আপুইয়ার চোট যন্ত্রণা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন থিঙ্কট্যাঙ্ক। এখন দেখার ঠিক কবে নাগাদ জটিলতা কাটিয়ে ফের মাঠে ফিরতে পারেন মিজো তারকা।

Leave a Comment