প্রীতি পোদ্দার, কলকাতা: পরিবারে সদস্য সংখ্যা বেশি হলে সেক্ষেত্রে মাথাপিছু খাদ্যের চাহিদাও স্বাভাবিকভাবেই বাড়ে। আর সেই বিষয়টি মাথায় রেখেই এবার বড় পরিবারের রেশন গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। তাদের বাড়তি খাদ্যশস্য দেওয়ার ক্ষেত্রে এইমুহুর্তে একাধিক ব্যবস্থা বাস্তবায়ন হতে চলেছে। জানা গিয়েছে, ১২ জনের বেশি সদস্য থাকলে ভাগ করে দেওয়া হবে অন্ত্যোদয় পরিবার।
রেশন বণ্টনে সমতা নিয়ে নয়া উদ্যোগ
সাধারণত অন্ত্যোদয় রেশন গ্রাহকদের পরিবার পিছু মাসে ৩৫ কেজি করে চাল-গম দেওয়া হয়। অন্যদিকে, অন্ত্যোদয় রেশন গ্রাহকরা জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প বা NFSA বা SPH আওতায় পড়েন। সেক্ষেত্রে আটজন সদস্যের পরিবার মাসে মাথাপিছু ৫ কেজি হিসেবে মোট ৪০ কেজি খাদ্যসামগ্রী পেয়ে যাচ্ছেন। এদিকে জাতীয় প্রকল্প অর্থাৎ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় রাজ্যের প্রায় ৬ কোটি ২ লক্ষ রেশন গ্রাহক আছেন। তার উপর এই তালিকায় অন্ত্যোদয় পরিবারের সংখ্যা রয়েছে ১৬ লক্ষ ২৫ হাজার ৩১৭ তে। আর সেই পরিবারগুলির মোট সদস্য সংখ্যা এখন ৫২ লক্ষ ৬৫ হাজার ৯১৩। কিন্তু প্রতি রাজ্যে জাতীয় প্রকল্পের সুবিধা কত জন পাবেন, সেই সংখ্যা কেন্দ্রীয় সরকার ১১ বছর আগেই ঠিক করে দিয়েছে। এমতাবস্থায় গ্রাহকদের রেশন বণ্টনে সমতা আনতে নয়া উদ্যোগ নিল খাদ্য দপ্তর।
কীভাবে পরিবার ভাগ করা হবে?
হিন্দুস্তান টাইমস বাংলার রিপোর্ট অনুযায়ী, অন্ত্যোদয় পরিবারের কোটা পূরণের জন্য সম্প্রতি খাদ্য দফতরের তরফ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনও অন্ত্যোদয় পরিবারের সদস্য সংখ্যা যদি ১২ থেকে ২২ জনের মধ্যে হয়, তবে সেই পরিবারকে দুই ভাগে বিভক্ত করা যাবে। আবার সদস্য সংখ্যা যদি ২২ জনের বেশি হয়, তবে পরিস্থিতি অনুযায়ী দুই বা তিনটি ভাগে ভাগ করা হবে। তার জন্য প্রত্যেক ভাগে অন্তত ৫ জন সদস্য থাকা জরুরি। আবেদনপত্র জমা পড়লেই মিলবে এই সুবিধা। ইতিমধ্যেই খাদ্যদপ্তরের গৃহীত এই নীতি নির্দেশিকা আকারে জেলা পর্যায়ের আধিকারিকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দুর্গাপুরে ড্রেন থেকে মিলল সদ্যোজাত শিশু! চাঞ্চল্যকর কাণ্ড বেনাচিতিতে, ভাইরাল ভিডিও
রেশন ব্যবস্থার এই নয়া পদ্ধতি প্রসঙ্গে নাম প্রকাশ্যে অনিচ্ছুক খাদ্য দপ্তরের এক আধিকারিকের মতে অন্ত্যোদয় কার্ডের রেশন পরিষেবার সুবন্টনের ক্ষেত্রে এবং রেশনে বৈষম্য দূর করতেই বড় পরিবার ভাগ করে সমান রেশন দেওয়ার ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই এই কাজে ৩ লক্ষেরও বেশি অন্ত্যোদয় পরিবারকে চিহ্নিত করেছে। এবার দেখার পালা এই নয়া পরিষেবা কতটা উপকারে আসে গ্রাহকদের