বিক্রম ব্যানার্জী, কলকাতা: “আজ কার মুখ দেখেছে উঠেছিলাম কে জানে”! মঙ্গলবার সাতসকালে চরম ভোগান্তির মুখে পড়ে বোধহয় চেন্নাইয়ের মেট্রো যাত্রীদের মনে প্রথম এমন কথাই এসেছিল। ঘুটঘুটে অন্ধকার, আচমকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতেই টানেলে আটকে পড়ে মেট্রো। এমন অবস্থায়, মেট্রোতে আটকে পড়া যাত্রীদের মধ্যে এক প্রকার হুলস্থুল বেঁধে যায়। কীভাবে বেরোনো যাবে সেই দিশা খুঁজে পেতে একেবারে নাকের জলে চোখের জলে হয়ে গিয়েছিলেন সকলে। শেষ পর্যন্ত, পরিস্থিতি সামাল দিতে ট্রেন খালি করে যাত্রীদের সুরঙ্গের মধ্যে দিয়ে হাঁটিয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়। তাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চেন্নাইয়ের পুরাচি থালাইভার ডক্টর এমজি রামচন্দ্র সেন্ট্রাল মেট্রো (Blue Line Metro) স্টেশন সংলগ্ন চত্বরে।
কেন এমন ভোগান্তির মধ্যে পড়তে হল যাত্রীদের?
বেশ কয়েকটি রিপোর্ট ঘেঁটে জানা গেল, মূলত টেকনিক্যাল ত্রুটির কারণেই চেন্নাইয়ের ডক্টর এম জি রাম চন্দ্র সেন্ট্রাল মেট্রো স্টেশন এবং হাইকোর্ট স্টেশন সংলগ্ন একটি টানেলের মধ্যে আটকে পড়েছিল মেট্রোটি। জানা যায়, মঙ্গলবার সকালে উইমকো নগর ডিপো থেকে রওনা দিয়েছিল ওই মেট্রোটি। গন্তব্য ছিল চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা পথের মাঝেই হাইকোর্ট স্টেশন পৌঁছানোর আগে একটি সুরঙ্গের মধ্যে থমকে যায় মেট্রোর চাকা।
ভুক্তভোগী যাত্রীদের দাবি, আচমকা একটি সুরঙ্গের মধ্যে দাঁড়িয়ে যায় মেট্রোটি। ট্রেন থমকে যেতেই নিমেষে ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। বাকিরা বেরানোর জন্য অস্থির হয়ে পড়েছিলেন। প্রায় 10 মিনিট এমন অবস্থায় থাকার পর ইন্টারকমে ঘোষণা করেছিলেন মেট্রোর চালক। যাত্রীদের সকলকে ট্রেন খালি করার জন্য অনুরোধ করা হচ্ছিল। সংবাদ সংস্থা পিটিআইয়ের তরফে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, অন্ধকার মেট্রোর মধ্যে যাত্রীরা কার্যত ভয়ে জড়সড় হয়ে গিয়েছেন। কেউ কেউ মেট্রোর জানালা দিয়ে উঁকি মারছেন। যদিও পরবর্তীতে মেট্রো কর্তৃপক্ষের তৎপরতায় ট্রেন খালি করিয়ে যাত্রীদের স্টেশনে নিয়ে যাওয়া হয়। এদিকে গোটা ঘটনার জের বেশ কয়েক ঘন্টা স্তব্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা।
View this post on Instagram
অবশ্যই পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই কামব্যাক হচ্ছে হার্দিক পান্ডিয়ার? ছাড়পত্র দিল BCCI
প্রসঙ্গত, মঙ্গলবার সাতসকালে মেট্রোয় বিভ্রাটের কারণে ইতিমধ্যেই বিবৃতি জারি করেছে চেন্নাই মেট্রো রেল লিমিটেড। ওই বিবৃতিতে যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, মূলত যান্ত্রিক ত্রুটির কারণেই এমন সমস্যার মধ্যে পড়তে হয়েছিল সকলকে। টেকনিক্যাল ইস্যু বুঝতে পেরেই আমরা ট্রেনটিকে হাইকোর্ট স্টেশনের আগে একটি সুরঙ্গের মধ্যে থামিয়েছিলাম। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক। বিমানবন্দর এবং উইমকো নগর ডিপোর মধ্যে মেট্রো পরিষেবা সচ্ছল রয়েছে।