সহেলি মিত্র, কলকাতা: শুক্রবার কাকভোরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল দেশে। অন্ধ্রপ্রদেশে বাসের (Andhra Pradesh Bus Fire) মধ্যে জীবন্ত দ্বগ্ধ হয়ে প্রাণ গেল কমপক্ষে ২০ জনের। আহত আরও বহু। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বেঙ্গালুরুগামী একটি বেসরকারি বাসে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। বাসে দুই চালকসহ ৪০ জন আরোহী ছিলেন।
বাসের আগুনে ঝলসে মৃত কমপক্ষে ২০
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। সূত্রের খবর, হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাস হাইওয়েতে একটি দুই চাকার গাড়ির সাথে সংঘর্ষের পর আগুনে পুড়ে যায়। সংঘর্ষের ফলে বাসটিতে ভয়াবহ আগুন ধরে যায় এবং পুড়ে যায়। দুর্ঘটনায় দুই চাকার গাড়ির আরোহীও মারা গিয়েছেন বলে খবর।
ঘটনার সময়ে সকলে ঘুমিয়ে ছিলেন
জানা গিয়েছে, বাসটিতে ৪০ জন ছিলেন। হায়দ্রাবাদ-বেঙ্গালুরু মহাসড়কের চিন্না টেকুরু গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। ভোরে বাসটিতে আগুন ধরে যায়, যখন সমস্ত যাত্রী ঘুমিয়ে ছিলেন। বিলাসবহুল এসি বাসটি চারদিক থেকে একপ্রকার বন্ধ ছিল। ফলে যাত্রীদের পালানোর সুযোগও ছিল না। কিছুক্ষণের মধ্যেই বাসটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়। এই মর্মান্তিক ঘটনাটি সকলকে নাড়িয়ে রেখে দিয়েছে একপ্রকার।
20 passengers were killed and several others critically injured after a Kaveri Travels bus caught fire in the early hours of Friday, Kurnool dist
The bus, travelling from Bengaluru to Hyderabad, caught fire after a two-wheeler collision. 42 passengers onboard. @NewIndianXpress pic.twitter.com/st7FrqXdDA— TNIE Andhra Pradesh (@xpressandhra) October 24, 2025
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে বেশিরভাগ যাত্রী বুঝতে পারার আগেই বাসের ভেতরে আটকা পড়েন। বারোজন যাত্রী পালিয়ে যেতে সক্ষম হন, যাদের মধ্যে কয়েকজন দগ্ধ হন, অন্যরা আগুনে পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।