“অন্য কোনও জার্সি পরলে তোমায় অদ্ভুত দেখাতো”, রাসেলকে ধন্যবাদ জানিয়ে বড় কথা শাহরুখের

Shah Rukh Khan On Andre Russell after his retirement from IPL

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার, চিরদিনের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে বিদায় জানিয়েছেন ক্যারিবিয়ান স্টার আন্দ্রে রাসেল। তবে IPL থেকে অবসর নিলেও কলকাতা নাইট রাইডার্সের বড় দায়িত্বে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। নাইটদের পাওয়ার কোচ হয়েছেন তিনি। তবুও দীর্ঘদিনের সঙ্গীর অবসরে আবেগি হলেন শাহরুখ খান (Shah Rukh Khan On Andre Russell)। সোশ্যাল মিডিয়ায় রাসেলের অবদানকে সামনে রেখে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন KKR কর্ণধার। সেই সাথে দলে তাঁর নতুন ভূমিকার জন্যও শুভেচ্ছা জানিয়েছেন কিং খান। সেই সাথে রাসেলকে নিয়ে বলেছেন এক বড় কথা।

রাসেলকে নিয়ে আবেগি শাহরুখ

গতকাল, সোশ্যাল মিডিয়ার পাতায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে নিজের অবসরের কথা জানান ক্যারিবিয়ান দানব আন্দ্রে। সেই পোস্টেই আবেগ ধরা দিয়েছে শাহরুখের। বলিউড বাদশাহ লিখেছেন, “দীর্ঘ অসাধারণ সব স্মৃতির জন্য তোমাকে ধন্যবাদ আন্দ্রে। আমাদের উজ্জ্বল বর্ম পরা নাইট। KKR দলে তোমার অবদান বইয়ের পাতায় লেখা থাকবে। এখান থেকেই তোমার ক্রীড়াজীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হল। এবার থেকে তুমি আমাদের পাওয়ার কোচ। বেগুনি এবং সোনালী জার্সিতে থাকা আমাদের ছেলেদের শক্তি এবং জ্ঞানকে সমৃদ্ধ করে তুলবে তুমি।”

এদিন বলিউড কিং আন্দ্রেকে নিয়ে এও লেখেন, “অন্য কোনও জার্সি তোমার গায়ে উঠলে তোমাকে সত্যিই অদ্ভুত দেখাতো। মাসেল রাসেল তোমাকে ভালবাসি। দল KKR সহ সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষদের পক্ষ থেকে তোমাকে অফুরন্ত ভালবাসা জানাই।” নাইট শিবির থেকে বাদ পড়ার পর অবসর ঘোষণা এবং তারপর পাওয়ার কোচ হিসেবে ফের কলকাতাতেই প্রত্যাবর্তন, গোটা বিষয়টিকে অনেকেই পূর্বপরিকল্পিত বিষয় হিসেবেই দেখছেন।

অবশ্যই পড়ুন: প্রয়াত CPIM নেতার বাড়ির ভিত খুঁড়তেই উদ্ধার খুলি, হাড়গোড়! আতঙ্ক অশোকনগরে

উল্লেখ্য, 2014 সালে প্রথমবারের মতো KKR এর জার্সি গায়ে ওঠে ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেলের। এরপর থেকে 2025 অর্থাৎ একটানা 12 টা বছর নাইট শিবিরে ছিলেন সোনার ছেলে আন্দ্রে। তবে গত 15 নভেম্বর KKR র রিটেনশন তালিকা প্রকাশের পর রাসেলকে ছেড়ে দেওয়ার বিষয়টি একেবারেই মেনে নিতে পারেননি নাইট ভক্তদের একাংশ। যা নিয়ে গঙ্গা দিয়ে জল বয়েছে অনেক।

Leave a Comment