“অপদার্থ আয়োজক..কিছু লোকের হ্যাংলামি…,’ যুবভারতীতে মেসি উৎসবে আয়োজকের বিরুদ্ধে ক্ষুব্ধ কুণাল,

Messi Event In Kolkata

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ, শনিবার যুবভারতীয় ক্রীড়াঙ্গনে জনপ্রিয় ফুটবলার মেসিকে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল। আয়োজক শতদ্রু দত্ত জানিয়েছিলেন যে, সকাল ১১টা থেকে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মেসি। মাঠ পরিক্রমা করবেন তিনি। শাহরুখ খানেরও উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু মেসি (Messi Event In Kolkata) উপস্থিত হলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। চরম বিশৃঙ্খলা তৈরি হয়। বাধ্য হয়ে নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হল অনুষ্ঠান। ক্ষুব্ধ হলেন দর্শকরা। গ্যালারি থেকে ছোড়া হল বোতল। এবার দর্শকদের পাশাপাশি আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

অনুষ্ঠানের আয়োজককে অপদার্থ বললেন কুণাল

লিওনেল মেসিকে প্রথমবার প্রাণভরে দেখার জন্য হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে ছিল অসংখ্য ভক্ত। টিকিটের দামও ছিল আকাশছোঁয়া। কিন্তু শেষপর্যন্ত স্বপ্নভঙ্গ হল সকলের। অনুষ্ঠান মাঝ পথে বন্ধ হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা। মাঠে নেমে রীতিমতো ভাঙচুর চালাতে শুরু করেছেন তাঁরা। আর এবার এই ঘটনায় দর্শকদের ক্ষোভকে সাপোর্ট করলেন কুণাল ঘোষ। তিনি তাঁর এক্স হ্যান্ডলে যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “অপদার্থ আয়োজক কেন ন্যূনতম পরিকল্পনার ছাপ রাখল না? শুধু টাকা? শুধু ব্যবসা? এই আয়োজক আর কিছু হ্যাংলার জন্য সবাই বঞ্চিত হল। কলকাতা লজ্জিত হল। দর্শকদের ক্ষোভ ন্যায্য।” তিনি আরও বলেন, “কয়েকজনের আদিখ্যেতা দেখলাম, এটা মেসিকে দেখা না নিজেকে জাহির করা। কোনও পরিকল্পনা নেই।”

ক্ষমা চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্টের মাধ্যমে একটি পুরনো ঘটনা তুলে ধরলেন। তিনি জানান, “২০১১ সালে এই যুবভারতীতেই খেলেছিলেন লিওনেল মেসি। আমি আর সহকর্মী প্রসেনজিৎ বক্সী কর্নার ফ্ল্যাগের পাশে বসে খেলা দেখেছিলাম। বারো ফুটের মধ্যে এসে কর্নার নিলেন মেসি। সবটা হয়েছিল পরিকল্পিত ভাবে কোনও বাড়াবাড়ি সেদিন হয়নি।” যদিও আজকের এই ঘটনায় বেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার সকালে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার জন্য আমি স্তম্ভিত এবং বিচলিত। তবে হঠাৎ এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার কারণে আমি সকল ক্রীড়াপ্রেমী মানুষজন এবং তারকা ফুটবলারের কাছে ক্ষমা চাইছি।”

আরও পড়ুন: মেসির স্ট্যাচুর পাদদেশে স্বামী বিবেকানন্দর মূর্তি! ‘বাংলার অপমান’ বলে গর্জে উঠলেন সৌমিত্র খাঁ

কলকাতায় মেসি বিশৃঙ্খলা ঘটনায় BJP-র সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব মানেই চূড়ান্ত নৈরাজ্য আর অব্যবস্থা। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলের রাজপুত্র মেসিকে চাক্ষুষ করতে টিকিট কেটে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ক্রীড়াপ্রেমী। কিন্তু প্রশাসনিক অব্যবস্থা এত চরমে পৌঁছয় তাঁকে ফিরে যেতে বাধ্য হতে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এই মুহূর্তে পদত্যাগ করা।”

Leave a Comment