অপারেশন সিঁদুরের পর প্রথমবার একই সারিতে দাঁড়িয়ে ছবি তুললেন মোদি-শেহবাজ, কথা হল কি?

Narendra Modi-Shehbaz Sharif seen first time together after operation schedule

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (Narendra Modi-Shehbaz Sharif)। চিত্রটা রবিবারের এসসিও বৈঠকের।

ড্রাগনের তিয়ানজিন শহরে সহযোগিতা পরিষদের বৈঠকের শুরুতেই একই সারিতে দাঁড়িয়ে ছবি তুললেন প্রধানমন্ত্রী মোদি এবং পাক প্রধানমন্ত্রী শেহবাজ।

অপারেশন সিঁদুরের পর প্রথমবারের মতো একই মঞ্চে হাজির হলেন দুই পড়শি প্রধান। যদিও এদিন শরীফের সাথে যথেষ্ট দূরত্ব বজায় রেখেই ছবি তোলেন নরেন্দ্র।

শত্রু পরিবেষ্টিত হয়েই ছবি তোলেন প্রধানমন্ত্রী

রবিবার নানান দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে একটি ব্যাঙ্কোয়েটের আয়োজন করেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তাঁর স্ত্রী পেং লিউয়ান। সেখানেই সকলে ফটো তুলতে উপস্থিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ, রাশিয়ার পুতিন, উত্তর কোরিয়ার কিম, ইরানের পেজেস্কিয়ান, মালদ্বীপের মহম্মদ মইজ্জু, পাক বন্ধু তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সহ অন্যান্য রাষ্ট্র নেতারা।

এদিন শিয়ের আমন্ত্রণ সকলে একেবারে এক সারিতে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছিলেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, পাকিস্তানের বন্ধু তুরস্কের এরদোগান, পাক প্রধানমন্ত্রী শরিফদের মাঝে প্রধানমন্ত্রী যেন শত্রুর ঘেরাটোপে বা শত্রু পরিবেষ্টিত হয়েই ছবি তুলেছিলেন। তবে আপাতত যা খবর, পাক প্রধানমন্ত্রীর সাথে কোনও রকম কথা হয়নি মোদির।

 

অবশ্যই পড়ুন: যুদ্ধ বিরতি, নোবেল, কাশ্মীর! ৬ কারণে ক্রমশ অবনতি হয়েছে মোদি-ট্রাম্প সম্পর্কের

উল্লেখ্য, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সংক্রান্ত গাজোয়ারির আবহে চিনের মতো ‘শত্রুর’ মাটিতে ভারত, রাশিয়া, উত্তর কোরিয়া, ইরানের মতো দেশের প্রধানদের এক হওয়া আমেরিকান শাসকের মাথা যন্ত্রণা অনেকটাই বাড়িয়েছে বলেই মনে করছেন কূটনৈতিক মহলের একটা বড় অংশ।

কেননা, রাশিয়া থেকে তেল কেনার বিষয়টিকে অপরাধ বানিয়ে ভারতের উপর 50 শতাংশ শুল্ক চাপানোর পাশাপাশি আগামী দিনে চিনের উপর 200 শতাংশ শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। কাজেই, ট্রাম্পের এমন খামখেয়ালিপনা ও আধিপত্যকে চ্যালেঞ্জ ছুঁড়তে গ্লোবাল সাউথ বড় প্রাচীর হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment