সৌভিক মুখার্জী, কলকাতা: রাখি বন্ধন মানেই ভাই-বোনের মধ্যে এক মিলন উৎসব। এই দিনটিতে বোনেরা ভাইদের হাতে রাখি পড়িয়ে দেয়, আর তাদের জন্য মনস্কামনা করেন। তবে এ বছর কাশীতে এক বিরল চিত্র ধরা পরল। হ্যাঁ, হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মহিলারাই একসঙ্গে হাতে তৈরি করে রাখি পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে। আর এই রাখির মূল ভাবনা অপারেশন সিঁদুর (Operation Sindoor Rakhi)।
অপারেশন সিঁদুরের জন্য নরেন্দ্র মোদির প্রশংসা
মুসলিম ওম্যান ফাউন্ডেশনের ব্যানারে বহুদিন ধরে হিন্দু এবং মুসলিম মহিলারা প্রধানমন্ত্রীকে রাখি পাঠিয়ে আসছেন। তবে এ বছর তাদের হাতে তৈরি রাখির পেছনে রয়েছে এক বিশেষ রহস্য। কারণ মোদি সরকারের উদ্যোগে অপারেশন সিঁদুর সফল হওয়ার পর এবং তিন তালাক বিল প্রত্যাহারের পর মুসলিমদের জীবনে বিরাট পরিবর্তন এসেছে।
ফাউন্ডেশনের সভাপতি নাজনীন আনসারী বলেছেন, আমরা বোনেরা আমাদের হাতে তৈরি করা রাখি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠাচ্ছি। তাঁর উদ্যোগে অপারেশন সিঁদুর সফল হয়েছে এবং আমাদের মেয়েদের সম্মান রক্ষা করেছেন তিনি। সিঁদুর আমাদের সম্মানের প্রতীক। আর মোদিজি একজন দাদার মতোই সেই সম্মান দিয়েছেন।
वाराणसी
➡मुस्लिम महिलाओं ने पीएम मोदी को भेजी राखी
➡ऑपरेशन सिन्दूर की सफलता पर मोदी को भेजी राखी
➡ढोलक की थाप पर गीतों के साथ राखी बनाई गई#Varanasi @narendramodi pic.twitter.com/B9FdVlbxoG— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) July 30, 2025
আর এই রাখি শুধুমাত্র নরেন্দ্র মোদিকে কৃতজ্ঞতার জন্য নয়, বরং হিন্দু-মুসলিম ঐক্যতারও প্রতীক। কারণ একসঙ্গে বসে হিন্দু ও মুসলিম বোনেরা মিলেই তৈরি করেছে এই বিশেষ রাখি। আর সকলেই একবাক্যে বলছে, মোদিজি শুধুমাত্র প্রধানমন্ত্রী নন, বরং তিনি দেশের মেয়েদেরও এক বড় দাদা।
ফাউন্ডেশনের আরেক সদস্য নাজমা পারভিন বলেছেন, আমরা এখানে ঐক্য আর ভাতৃত্বের বার্তাই দিচ্ছি। হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মহিলারা আমরা একসঙ্গে বসেই রাখি তৈরি করেছি। আমাদের বিশ্বাস, প্রধানমন্ত্রী তা হাতে পড়বেন। আর আমাদের সম্মান রক্ষার জন্য তিনি যে ভূমিকা নিয়েছেন, তা কখনোই আমরা ভুলবো না।
আরও পড়ুনঃ কেরলে বিকলের পর এবার ক্যালিফোর্নিয়ায় ক্র্যাশ! ভেঙে পড়ল আমেরিকার F-35 যুদ্ধবিমান
এমনকি এই রাখি তৈরী নিয়ে কুরসিদ বানো বলেছেন, প্রতি বছরই আমরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাখি পাঠাই। তবে এবারও তার ব্যতিক্রম ঘটছে না। মোদিজি সব সময় মেয়েদের পাশে থাকেন, আর থাকবেন। আর সে কারণেই আমরা গর্বিত, তাকে রাখি পাঠাতে পারছি। দেশের প্রতিটি বোন আজ তার কাছে অশেষ কৃতজ্ঞ।