বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের অপারেশন সিঁদুর চলাকালীন 138 জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে! সে খবর গোপন রাখতে গিয়ে নিজেই বুঝিয়ে দিয়েছে পাকিস্তান। জানা যাচ্ছে, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ জারদারি ভারতের অপারেশন সিঁদুর চলাকালীন পাক সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর কর্মকর্তা ও সৈন্যদের নানান সম্মানে সম্মানিত করেছেন।
আর সেই সব পুরস্কারগুলির মধ্যে সিতারা ই জুরাত, তঘমা ই জুরাত, সিতারা ই বাসলাতের মতো সম্মানের পাশাপাশি 138 পাকিস্তানি সৈন্যকে মরণোত্তর সম্মান দেওয়া হয়েছিল বলেই খবর।
যা প্রমাণ করে ভারতীয় সেনাবাহিনীর ক্রমাগত আক্রমণে কতটা ক্ষতি হয়েছে পাকিস্তানের! এক কথায়, গোপন রাখতে চেয়েও মরণোত্তর সম্মান দিয়ে সেনা মৃত্যুর খবর প্রকাশ করে ফেলল ইসলামাবাদ!
150 জন সেনার মৃত্যুর খবর স্বীকার করেছে পাকিস্তান!
প্রথমত, মরণোত্তর সম্মান দিয়ে 138 জন পাকিস্তানি সেনারা মৃত্যুর খবর প্রকাশ করে ফেলেছে ইসলামাবাদ। যা বুঝিয়ে দেয় ভারতের অপারেশন সিঁদুরের আঘাতে পাক সেনা ঘাঁটি, জঙ্গি ঘাঁটি, বিমান ঘাঁটি সহ বহু পাক সেনার মৃত্যু হয়েছে! যদিও রিপোর্ট বলছে, পাকিস্তান ইতিমধ্যেই ভারতের সাথে সংঘর্ষে 150 জন সেনা জাওয়ানের মৃত্যুর খবর স্বীকার করে নিয়েছে।
মিথ্যাচার ধরা পড়ল পাকিস্তানের
গত 22 এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে 7 মে পাকিস্তানের পাঞ্জাব এবং পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর চালায় ভারত। সেই অভিযানে গুঁড়িয়ে যায় একের পর এক জঙ্গি ঘাঁটি। মৃত্যু হয় শতাধিক সন্ত্রাসীর।
তাছাড়াও ভারতের ক্রমাগত আঘাতে গুঁড়িয়ে যায় পাক সেনা ঘাঁটি। পাকিস্তানের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে সুস্থ ভাবে দেশে ফিরে এসেছিল যুদ্ধ বিমানের চালকরা। যদিও এরপর মিথ্যাচার শুরু করে পাকিস্তান। একাধিক রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান তাদের সেনা মৃত্যুর খবর প্রাথমিকভাবে গোপন রাখতে চেয়েছিল।
Pakistan Govt gives gallantry medals to 138 soldiers killed during Operation Sindoor. So the actual number would be closer to 500. Absolute carnage. No wonder they were on their knees begging for CF within 48 hours. pic.twitter.com/ZcpsEARR9b
— Darshan Pathak (@darshanpathak) August 15, 2025
অবশ্যই পড়ুন: অতিরিক্ত ২৫% শুল্ক তুলে নিতে পারে আমেরিকা! পুতিনের সাথে বৈঠকের পরই পথে এলেন ট্রাম্প?
তবে এবার পুরোপুরি ধরা পড়ে গেল পাকিস্তানের মিথ্যাচার। গত 14 আগস্ট স্বাধীনতা দিবসের দিন শহীদ সেনাদের সম্মান জানিয়েছে পাকিস্তান। এরপরই প্রকাশ্যে আসে 150 জন মৃত পাক সেনার তালিকা। যাদের মধ্যে অন্তত 138 জনকে মরণোত্তর সম্মান দিয়েছে পাক সরকার। আর এই ঘটনাই একেবারে পরিষ্কার করে দেয়, ভারতের অপারেশন সিঁদুরের আঘাতে কতটা ক্ষতি হয়েছিল ইসলামাবাদের!