অপেক্ষার আর ১০ দিন, এরই মাঝে বদলে গেল এশিয়া কাপের ম্যাচের সময়

Asia Cup 2025 Match Timing changed due to extreme warm condition in UAE

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপ শুরু হতে আর ঠিক 10 দিন বাকি। এমতাবস্থায়, বদলে গেল এশিয়া কাপের ক্রিকেট ম্যাচগুলির সময় (Asia Cup 2025 Match Timing)।

ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহীতে প্রবল গরমের কথা মাথায় রেখে এশিয়া কাপের ম্যাচগুলির সময় 30 মিনিট পিছিয়ে আনা হয়েছে।

ম্যাচ শুরু হবে রাত 8টায়

এশিয়া কাপের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহীতে আসন্ন টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে।

তবে সেপ্টেম্বর মাসে UAE-তে দিনের বেলায় তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যায়। সন্ধ্যা গড়ালেও কমেনা গরম। মূলত সে কারণেই প্রচন্ড গরমে ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে অংশগ্রহণকারী দলগুলির পক্ষ থেকে ম্যাচের সময় কিছুটা পেছানোর আবেদন জানানো হয়েছিল।

রিপোর্ট বলছে, দলগুলির তরফে আবেদন পাওয়ার পরই মোট 19 ম্যাচের মধ্যে 18টি ম্যাচের সময় 30 মিনিট পেছানো হয়েছে। শুধুমাত্র আগামী 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া UAE বনাম ওমানের ম্যাচটি পূর্ব নির্ধারিত সময়ে গড়াবে। এছাড়া সেমি ফাইনাল এবং ফাইনাল সহ বাকি ম্যাচগুলি স্থানীয় সময় সাড়ে 6টা অর্থাৎ ভারতীয় সময় 8টা থেকে শুরু হবে।

অবশ্যই পড়ুন: আচমকাই ছন্দপতন! রাজস্থান রয়্যালসের প্রধান কোচের পদ ছাড়লেন রাহুল দ্রাবিড়

উল্লেখ্য, আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ, চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। এই আসরের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আফগানিস্তান ও হংকং ক্রিকেট দলের মধ্যে। বলে রাখি, আসন্ন এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ রয়েছে 10 সেপ্টেম্বর, প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। এরপর 14 তারিখ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।

Leave a Comment