বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরুলিয়া থেকে হাওড়া, আগামী শনিবার অর্থাৎ রথযাত্রার পরের দিনই মসাগ্রাম হয়ে ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রা (Bankura-Howrah Via Masagram Train) শুরু হচ্ছে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ জানান, পুরুলিয়া-হাওড়া ভায়া মসাগ্রাম নতুন ইন্টারসিটি এক্সপ্রেসটির সূচনা হবে আগামী শনিবার। এদিন রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণবের হাতে উদ্বোধনের পরই হাওড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এক্সপ্রেসটি।
উপকৃত হবেন বহু মানুষ
বৃহস্পতিবার পুরুলিয়া-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসটির উদ্বোধনের দিন ঘোষণা করে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র জানান, লোকসভা নির্বাচনে বিষ্ণুপুরের মানুষের আস্থায় জয়ী হওয়ার পরই পুরুলিয়া থেকে হাওড়া পর্যন্ত একটি নতুন এক্সপ্রেস ট্রেন চালু করার চেষ্টা চালিয়ে গিয়েছিলাম।
অবশেষে সেই স্বপ্ন পূরণ হচ্ছে আমাদের। এদিন বিজেপি নেতা জানান, শনিবার থেকে ট্রেন পরিষেবাটি চালু হয়ে গেলে ইন্দাস, সোনামুখী সহ বাঁকুড়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মানুষ উপকৃত হবেন। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, পুরুলিয়া থেকে হাওড়া ভায়া মসাগ্রাম নতুন ইন্টারসিটি এক্সপ্রেসের সূচনার দিন ঘোষণার পরই উদ্বোধনের দিন স্থানীয় বাসিন্দাদের স্টেশনে হাজির থাকার আহ্বান জানিয়েছেন সাংসদ সৌমিত্র।
জানিয়ে রাখি, বিগত বেশ কয়েক বছর ধরে পুরুলিয়া থেকে হাওড়া ভায়া মসাগ্রাম এক্সপ্রেস ট্রেন চালানোর দাবি করে আসছিলেন স্থানীয়রা। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-র হাত ধরে ওই এক্সপ্রেস ট্রেনটি চালু হয়ে গেলে হাওড়া ও বিষ্ণুপুরের মধ্যে দূরত্ব কম করে 50 কিলোমিটার কমে আসবে। পাশাপাশি মসাগ্রাম হয়ে ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলে আদতে লাভবান হবেন বাঁকুড়ার একটা বড় অংশের মানুষ।
অবশ্যই পড়ুন: তিন বছরে পদ্মা সেতু থেকে কত আয় হল বাংলাদেশের! পরিমাণ চমকে দেওয়ার মতো
কোন কোন সময়ে চলবে এই ট্রেন?
সাংসদের তরফে পুরুলিয়া থেকে হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসটির সূচনার দিন ঘোষণা করা হলেও, ট্রেনটি ঠিক কোন কোন দিন বা দিনের কোন সময়ে চলবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও টাইম টেবিল প্রকাশ্যে আনেনি, ভারতীয় রেল। তবে সূত্রের খবর, সমস্ত দিক মাথায় রেখে খুব শীঘ্রই হাওড়াগামী এই এক্সপ্রেস ট্রেনটির টাইম টেবিল প্রকাশ্যে আনা হতে পারে।