অপেক্ষার দিন শেষ, এবার দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত! আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে জাঁকিয়ে শীত (Weather Update) পড়তে আর খুব বেশি বাকি নেই। কারণ খুব শীঘ্রই কনকনে শীতের ছোঁয়া আসতে চলেছে রাজ্য জুড়ে। আগামী কয়েকদিনের মধ্যে রাতের বেলাতেই অনেকটা পারদ নামতে চলেছে। অন্যদিকে দার্জিলিংয়ের পাহাড়ে তাপমাত্রা ইতিমধ্যেই ৮ ডিগ্রিতে, তবে দক্ষিণবঙ্গও পিছিয়ে নেই। পুরুলিয়া ও বীরভূম একপ্রকার উত্তরবঙ্গকে টক্কর দেওয়ারই চেষ্টায় চলছে। শীতে একেবারে হাবুডুবু সকলে।

হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, আগামী বেশ কিছুদিন নিম্নচাপ বা ঝড়ের কোনও সম্ভাবনা থাকছে না উত্তর এবং দক্ষিণবঙ্গে। যার ফলে অবাধ প্রবেশ ঘটবে পশ্চিমের শীতল হাওয়ার। ইতিমধ্যেই শীতল পশ্চিমী হাওয়ায় রাজ্যের পারদ অনেকটাই নেমেছে। সেই কারণে সকালের দিকে সামান্য কুয়াশা বা ধোঁয়াশা থাকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও কুয়াশার সম্ভাবনা বেশি। তবে এইমুহুর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বেলায় কিছুটা কমবে শীতের আমেজ। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার শুষ্ক এবং মেঘহীন আবহাওয়া বজায় থাকবে। সকালের দিকে কুয়াশা দেখা যাবে, তবে বেলা বাড়তেই কাটবে কুয়াশার চাদর, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে ও রাতে শীতের আমেজ বজায় থাকবে। তবে বেলার দিকে কিছুটা কমবে শীতের আমেজ। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে থাকবে বলে জানা গিয়েছে। তবে রবিবার থেকে বঙ্গোপসাগরের জলীয় ও গরম পূবালী বাতাস বইবে বলে দক্ষিণবঙ্গে কিছু জেলায় সামান্য বাড়তে পারে তাপমাত্রা।

আরও পড়ুন: সর্বকনিষ্ঠ বিধায়ক হওয়ার ইতিহাস গড়ার পথে মৈথিলী ঠাকুর

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও শীতল আমেজ বজায় থাকবে। আগামীকাল অর্থাৎ শনিবার রৌদ্রজ্জ্বল আবহাওয়া বজায় থাকবে পাহাড়ি এলাকায়। উত্তরবঙ্গেও আগামী তিন দিন রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। তবে হয়ত কিছু জায়গায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের কিছুটা কম থাকবে। তার পরের দু’দিন উত্তরবঙ্গের কিছু এলাকায় রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে এইমুহুর্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই।

Leave a Comment