সৌভিক মুখার্জী, কলকাতা: অফিসে যেন কর্মীদের দিনের পর দিন দায়িত্ব বাড়তেই আছে। সব মিলিয়ে তাঁদের ব্যক্তিগত সময়ই হারিয়ে যাচ্ছে। এই সমস্যা কমানোর জন্য লোকসভায় উঠল গুরুত্বপূর্ণ উদ্যোগ। শুক্রবার লোকসভায় পেশ করা হয়েছে রাইট টু ডিসকানেক্টেড বিল ২০২৫ (Right to Disconnect Bill 2025)। আর এই বিল অনুযায়ী, কর্মীদের অফিসের সময়ের পর কল কিংবা ইমেইল এড়িয়ে যাওয়ার অধিকার দেওয়া হয়েছে।
হ্যাঁ, এই প্রাইভেট মেম্বার মেম্বার্স বিলটি পেশ করেছে এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। তিনি দাবী করছেন, কর্মীদের ব্যক্তিগত জীবন এবং মানসিক স্বাস্থ্যের জন্য সময় দরকার। অফিস টাইমের পর সরকারি যোগাযোগ বাধ্য করা যাবে না। এমনকি এই বিলের মাধ্যমে একটি কর্মী কল্যাণ কর্তৃপক্ষ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে, যারা এই অধিকার রক্ষায় নজরদারি করবে।
কী বলা হল এই বিলে?
এই বিল পেশ করে লোকসভায় স্পষ্ট জানানো হয়েছে, অফিস টাইম শেষ হলে কল বা ইমেইল ধরতে কোনওভাবেই বাধ্য করা যাবে না। এমনকি কর্মীরা চাইলে ফোন বা ইমেল প্রত্যাখ্যানও করতে পারবে। কেউ কিছু বলতে পারবে না। আর অফিস বা অফিসিয়াল যোগাযোগের উপর নিয়ন্ত্রণের নিয়ম তৈরি হবে। এমনকি এই ব্যবস্থা লাগু করার জন্য একটি ওয়েলফার অথরিটি গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। বলার বিষয়, প্রাইভেট মেম্বার্স বিল সাধারণত বিরল ক্ষেত্রেই লাগু হয়। কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা বা সচেতনতা তৈরিতে এই ধরনের ভূমিকা উল্লেখযোগ্য।
এদিকে শীতকালীন অধিবেশন জোরকদমে চললেও এবার বেশ কয়েকটি সামাজিক নীতি সংক্রান্ত প্রস্তাব আলোচনা হয়েছে লোকসভায়। আর সেগুলি হল—
- কংগ্রেস সাংসদ কাদিয়ম কাব্যা কর্মজীবী মহিলা এবং শিক্ষার্থীদের পিরিয়ডের সময় বিশেষ সুবিধা এবং নিয়মের কাঠামো তৈরির প্রস্তাব রেখেছেন।
- এলজেপি সাংসদ শম্ভাবি চৌধুরী মহিলাদের পিরিয়ডের সময় বেতনসহ ছুটি, স্যানেটারি হাইজিন সুবিধা এবং স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করার জন্য বিল পেশ করেছেন।
- এদিকে এমপি ম্যানিকম টাগোর তামিলনাড়ুকে এমবিবিএস ভর্তি পরীক্ষায় NEET বাধ্যতামূলক না রাখার প্রস্তাব দিয়েছেন।
আরও পড়ুন: LPG থেকে পেট্রোল-ডিজেল, রুপির পতনে বাড়বে এই জিনিসগুলির দাম! দেখুন তালিকা
উল্লেখ্য, ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া সাংসদের এই শীতকালীন অধিবেশন চলবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত মোট ১৫ দিন। আর ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে ১২ রাজ্যের বিতর্কের মাঝে এই অধিবেশন চলছে। ফলে এই আলোচনার গুরুত্ব আরও বাড়ছে।