অবশেষে কাটল জট! খুব শীঘ্রই ইআরও এবং এইআরও-র ৬১০ শূন্যপদে নিয়োগ করবে নবান্ন

West Bengal Recruitment

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘদিন ধরেই মামলার জটে আটকে ছিল ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং সহকারী ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও নিয়োগ। অবশেষে সেই মামলার জট কাটল। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব দ্রুত এই নিয়োগ (West Bengal Recruitment) প্রক্রিয়া শেষ করা হবে।

প্রসঙ্গত গতকাল, অর্থাৎ বুধবার মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে জেলা শাসকদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, শুক্রবার অর্থাৎ 29 আগস্টের মধ্যেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।

বহুদিন ধরেই খালি পদ

জানিয়ে রাখি, ওবিসি সহ একাধিক মামলার কারণে এতদিন ধরে ইআরও এবং এইআরও পদে বহু শূন্যপদ খালি ছিল। ফলে নির্বাচন সংক্রান্ত কাজে বিভিন্ন জেলায় সমস্যা হচ্ছিল। সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, তাই রাজ্যের লক্ষ্য খুব দ্রুত এই শূন্যপদগুলি পূরণ করা।

উল্লেখ্য, প্রতিটি বিধানসভায় একজন করে ইআরও থাকার কথা। তবে বাস্তবে দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে ডেপুটি মাজিস্ট্রেট পদমর্যাদার আধিকারিকরা ইআরও-এর দায়িত্ব সামলাচ্ছে। ফলত বৈঠকে জানানো হয়েছে, এভাবে আর চলবে না। শুধুমাত্র এসডিওদের-কে ইআরও পদে নিয়োগ করতে হবে। তবে হ্যাঁ, সব জায়গায় এসডিও না পাওয়া গেলে সিনিয়র ডব্লুবিসিএস কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে।

এইআরও পদে খালি শূন্যপদ

প্রসঙ্গত, রাজ্যে শূন্য থাকা প্রায় 610টি এইআরও পদও খুব দ্রুত পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণত ব্লকে নিযুক্ত এক্সটেনশন অফিসার বা বিভিন্ন দপ্তরের ব্লক পর্যায়ের আধিকারিকরা এই দায়িত্ব সামলান। তবে এবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সমমর্যাদার অন্য দপ্তরের আধিকারিকদেরও দায়িত্ব দেওয়া হতে পারে।

এদিকে রাজ্যে নতুন বিন্যাসে বুথের সংখ্যা বেড়ে 95 হাজারে দাঁড়িয়েছে। ফলে বিএলও-এর সংখ্যা বাড়ানোর দরকার পড়ছে। তাই মুখ্য নির্বাচনী আধিকারিকদের অনুমোদন নিয়ে ইতিমধ্যেই বিএলও নিয়োগের পথে নেমে পড়েছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ আরজি কর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ! নেপথ্যে কী কারণ?

ওদিকে বিশেষ নিবিড় সংশোধনের আগে নির্বাচন কমিশন স্পষ্ট বলে দিয়েছে, শূন্যপদ কতটা পূরণ হল তার রিপোর্ট দরকার। শুক্রবার অর্থাৎ 29 আগস্ট বিকেল 5 টার মধ্যেই সেই রিপোর্ট লিখিত পাঠাতে হবে। এজন্যই মুখ্য নির্বাচনী আধিকারিক ইতিমধ্যে মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে। আর ওই চিঠিতে স্পষ্ট বলা হয়েছে যে, শুক্রবার দুপুরের মধ্যেই নবান্নকে জানাতে হবে, কতগুলি শূন্যপদ পূরণ করা হল বা নিয়োগ প্রক্রিয়া কতদূর এগোল।

Leave a Comment