অবশেষে গ্রেফতার রাকেশ সিং! কংগ্রেস দফতর ভাঙচুরের ঘটনায় ধৃত বেড়ে ৫

Rakesh Singh

প্রীতি পোদ্দার, কলকাতা: পাঁচ দিনের মাথায় অবশেষে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং (Rakesh Singh)! ধৃতদের জেরা করার পর মঙ্গলবার রাতে কলকাতার ট্যাংরা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করল পুলিশ। কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর ভাঙচুরের ঘটনায় নাম জড়িয়েছিল তাঁর। তবে ঘটনার পর থেকেই ‘পলাতক’ ছিলেন তিনি। জানা গিয়েছে, আজ অর্থাৎ বুধবারই বিজেপি নেতাকে শিয়ালদহ আদালতে পেশ করা হবে বলে খবর।

কংগ্রেস ভবনে ভাঙচুরের মূল মাথা রাকেশ সিং!

গত শুক্রবার অর্থাৎ ২৯ আগস্ট, সকাল ১১টা ১৫ নাগাদ কলকাতার প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুরের ঘটনা রাজ্য রাজনীতিতে এক বড় প্রভাব ফেলেছিল। সেই সময় কংগ্রেসের দফতরে বিশেষ কেউ না থাকায়, সেই সুযোগ নিয়ে তাণ্ডব চালানো হয় দফতরে। কংগ্রেস নেতাদের ছবিতে এবং পতাকায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ছবিতে রাহুল গান্ধীর মুখেও কালিও দেওয়া হয়। আর এই গোটা ঘটনার পিছনে নাকি মূল মাথা হিসেবে উঠে আসে বিজেপি নেতা রাকেশ সিংয়ের নাম। অভিযোগ ওঠে তাঁরই নেতৃত্বে একদল সমর্থক বিজেপির পতাকা হাতে বিধান ভবনে ঢুকে ভাঙচুরের ঘটনা ঘটান। শুক্রবারই রাকেশের বিরুদ্ধে FIR দায়ের করা হয়। কিন্তু গত কয়েকদিন ধরেই তিনি বেপাত্তা ছিলেন।

তল্লাশির পর অবশেষে গ্রেফতার

রিপোর্ট অনুযায়ী, কলকাতার প্রদেশ কংগ্রেসের সদর দফতর ভাঙচুরের ঘটনায় এর আগে চার জনকে গ্রেফতার করেছিল পুলিশ। আর সেই ধৃতদের মধ্যে ছিলেন রাকেশের পুত্র শিবম সিংহ, রাকেশের তিন ঘনিষ্ঠ বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্তকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু পাঁচ দিন ধরে অধরাই ছিলেন ভাঙচুরের ঘটনার অন্যতম অভিযুক্ত রাকেশ। অবশেষে বহু খোঁজাখুঁজির পর গতকাল মঙ্গলবার অর্থাৎ ২ সেপ্টেম্বর রাতে রাকেশকে ট্যাংরা অঞ্চলের একটি আবাসন থেকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে আজ, বুধবার শিয়ালদহ আদালতে হাজির করানো হবে তাঁকে।

ভিডিও বার্তায় হুমকি রাকেশের

তবে পুলিশের কাছে ধরা না দিলেও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কলকাতা পুলিশের বিরুদ্ধে একাধিক ভিডিও পোস্ট করছিলেন বিজেপি নেতা রাকেশ সিং। শুভম সিংকে যখন গ্রেফতার করে লালবাজার, তখন ছেলের গ্রেফতারিতে একটি ভিডিও বার্তায় সরাসরি কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে হুঁশিয়ারি দেন রাকেশ সিং। কিন্তু সেই হুঁশিয়ারি এবং হুমকি উড়িয়ে দিয়ে তাঁকে খোঁজার জন্য রীতিমত উঠে পড়ে লেগেছিল কলকাতা পুলিশ। অবশেষে নাগালে আসে রাকেশ সিং। অস্ত্র আইন-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয় এন্টালি থানায়। তবে সে দিনের ঘটনায় তিনি ছাড়াও বিজেপি নেতা প্রতীক পাণ্ডের নামও জড়িয়েছিল।

আরও পড়ুন: স্কুল তহবিলের টাকায় বিদেশ ভ্রমণ, তছরুপ প্রায় ৩৫ লক্ষ! বারুইপুরে সাসপেন্ড প্রধান শিক্ষক

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট ‘ভোটার অধিকার যাত্রা’য় বিহারের দ্বারভাঙা থেকে মুজফ্‌ফরপুর যাচ্ছিলেন রাহুল, প্রিয়ঙ্কা গান্ধী, তেজস্বী যাদবেরা। অভিযোগ, সেই সময় দ্বারভাঙায় কংগ্রেসের একটি মঞ্চ থেকে বছর কুড়ির এক তরুণ প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সেই থেকে সংঘাতের সূত্রপাত। তার জেরেই কলকাতায় কংগ্রেসের দফতরে ভাঙচুরের অভিযোগ উঠেছে। নির্বাচনের আগে এহেন ঘটনায় রাজনৈতিক মহলে এক ভয়ংকর প্রভাব পড়েছে।

Leave a Comment