অবশেষে পারদ পতন বাংলায়! উঁকি মারছে শীত, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে সুখবর শীতপ্রেমীদের জন্য। কিছুটা পারদ (Weather Update) এবার পড়তে চলেছে পশ্চিমবঙ্গে। কিছুদিন আগে আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে ঠাণ্ডার তীব্রতা অনেকটাই কমে গিয়েছিল, ফলস্বরূপ দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। তবে এবার সকলকে চমকে দিয়ে ফের অগ্রহায়ণের শুরুতেই পারদ কমতে শুরু করেছে। তবে আবহাওয়া দফতরের বার্তা, এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই রাজ্যে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৫ নভেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলের কাছে আরও একটি নিম্নচাপ তৈরির পূর্বাভাস রয়েছে। আজ সকালে সেটি মালয়েশিয়া এবং সংলগ্ন মালাক্কা প্রণালীর উপরে অবস্থান করছে। যা আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ আন্দামান সাগরের গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর অগ্রসর হবে আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। এরপর আগামী বৃহস্পতিবারের মধ্যে বঙ্গোপসাগরের উপরে সেটি ঘূর্ণিঝড় রূপে পরিণত হবে। এর ফলে দুর্যোগ তৈরি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে । উত্তাল থাকবে সমুদ্র। যদিও এর জেরে এ রাজ্যে আবহাওয়ার কোনো বড় পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। জানা গিয়েছে কিছুটা পারদ পড়তে চলেছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু’দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা দু’ডিগ্রি সেলসিয়াসের মতো কমে যাবে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। আরও ১ থেকে ২ ডিগ্রি নামবে পারদ। যদিও সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হবে না। কারণ বুধবার থেকে ফের পারদ চড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।

আরও পড়ুন: আসানসোলের জন্য সুখবর, বড় সিদ্ধান্ত নিল নবান্ন! কপাল খুলল হাজার হাজার মানুষের 

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে ও আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দৃষ্টিহীন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে নভেম্বরের শেষদিন পর্যন্ত উত্তরবঙ্গের কোনও জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টি হবে না। স্বাভাবিকের কাছেই থাকবে পারদ। শীতের আমেজ চলবে।

Leave a Comment