অবশেষে স্বস্তি দিয়ে দরপতন সোনা, রুপোর! আজকের রেট

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ 20 ডিসেম্বর, শনিবার। সোনার দাম (Gold Price) নিয়ে বিরাট সুখবর। অবশেষে আজ সোনার দাম অনেকটাই কমল। হ্যাঁ, অন্যদিকে রুপো নিয়ে সুখবর। কারণ, সাদা ধাতুর দরও কমেছে অনেকটাই। দিনের পর দিন ঊর্ধ্বগতিতে ঠেকছিল সোনা রুপোর দর। কিন্তু অবশেষে আজ কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে মধ্যবিত্তরা। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

22 ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today

➣ আজ কলকাতার বাজারে 22 ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,26,550  টাকায়, যা গতকালের থেকে 50 টাকা দরপতন।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,23,000 টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,23,150  টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,23,050 টাকায়।

24 ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে 24 ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,33,150 টাকায়, যা গতকালের থেকে 50 টাকা দরপতন।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,34,180 টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,34,330 টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,34,230 টাকায়।

18 ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,00,640 টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,00,640 টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,00,790 টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,00,690 টাকায়।

আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই চাকরি, শুরুতে বেতন ২২,০০০! কোল ইন্ডিয়াতে প্রচুর শূন্যপদে নিয়োগ

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি 2,01,000 টাকায়, যা গতকালের থেকে 1000 টাকা দরপতন।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 2,26,000 টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 2,14,000 টাকায়।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

Leave a Comment