প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে এক বছর পর। আরজি করের ঘটনায় এখনও চলছে অভয়ার মা-বাবার ন্যায়বিচারের লড়াই। কিন্তু কোনো দিক থেকেই মিলছে না সুবিচারের আসার আলো। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলের সঙ্গেই সাক্ষাৎ করতে চেয়েছিলেন অভয়ার মা-বাবা। কিন্তু এখনও কারও সঙ্গেই দেখা হয়নি। তবুও চেষ্টা অদম্য তাঁদের। আর সেই চেষ্টায় এবার আশার আলো যোগালেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন নির্যাতিতার বাবা মাকে।
রাষ্ট্রপতির জবাব চিঠি নির্যাতিতার পরিবারে
ইটিভি ভারতের রিপোর্ট অনুযায়ী, গত ১৩ আগস্ট, রাষ্ট্রপতি ভবনে নিজের মেয়ের সুবিচার চাইতে চিঠি লেখে অভয়ার পরিবার। আশ্চর্যজনক বিষয় হল চিঠি পাঠানোর পরের দিনই অর্থাৎ ১৪ আগস্ট, বৃহস্পতিবার, রাষ্ট্রপতির তরফ থেকে আসে জবাব মেইল। সেই মেইলে জানানো হয়েছে, রাষ্ট্রপতির আপ্ত সহায়ক শীঘ্রই নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদের সমস্যাগুলি সমাধানের চেষ্টা করবেন। আর তাতে বেশ স্বস্তি পেয়েছেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা এবং পুনরায় সুবিচারের আশা বাঁধছে। যদিও এর আগে রাষ্ট্রপতির কাছে মেল করেছিলেন তাঁরা। কিন্তু তখন তাঁরা কোনো উত্তর পাননি। কিন্তু এবার সুবিচারের আশায় মেল করার পর মিলেছে উত্তর।
চিঠি পেয়ে বেশ খুশি নির্যাতিতার বাবা-মা
এদিন রাষ্ট্রপতির ইমেল পাওয়ার পর নিহত তরুণীর মা বেশ খুশি। তিনি বলেন, “এতদিন ধরে মেয়ের মৃত্যুর সুবিচারের জন্য ই-মেল করছিলাম, কিন্তু কোনও জবাব আসছিল না। অবশেষে জবাব পেলাম। এতে খানিকটা হলেও আশার আলো দেখতে পাচ্ছি। কিন্তু শেষপর্যন্ত কী হবে, সেটাই এখন দেখার।” কয়েক দিন আগে দিল্লি গিয়ে CBI এর ডিরেক্টরের সঙ্গে দেখা করেন অবজয়ার বাবা মা। কিন্তু সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে বচসা বাঁধে তাঁদের। এ নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছিল। সেই সময় তরুনীর বাবা বলেন, সুযোগ পেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে CBI এর কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ জানাবেন।
আরও পড়ুন: ‘দায়ী মুখ্যমন্ত্রী, আমি কী করে থাকব!’ ২ বছরের বাচ্চা নিয়ে আর্তনাদ শিক্ষক সুবল সোরেনের স্ত্রীর
প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডে সুবিচার চেয়ে গত ৯ আগস্ট নবান্ন অভিযানে অংশ নিয়েছিলেন নির্যাতিতার বাবা মা। দলে ছিলেন বিরোধী দলনেতা সহ বিজেপির একাংশ নেতা। যদিও সেই অভিযানে কোন দলীয় পতাকা ছিল না, অর্থাৎ এটি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক নবান্ন অভিযান। আর সেই অভিযানে অংশ নিতে গিয়ে পুলিশের লাঠিচার্জে আহত হন নির্যাতিতার মা। যার ফলে অভিযানে উত্তেজনা ছড়ায়, আহত হন পুলিশও। এবার দেখার পালা রাষ্ট্রপতির সহায়তায় আরজি কর কাণ্ড কোন দিকে মোড় নেয়