অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন প্রাক্তন KKR স্টার

EX KKR Star On Retirement from all formats of cricket

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ ডিগবাজি। টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন কলকাতার নাইট রাইডার্সে খেলা তারকা ক্রিকেটার (EX KKR Star On Retirement)। হ্যাঁ, শেষবারের মতো গত বছরের সেপ্টেম্বরে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন সাকিব আল হাসান। এবার তিনিই স্পষ্ট জানালেন, কখনই আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসরের কথা জানাননি। এক কথায়, দীর্ঘদিন বাংলাদেশ দল থেকে বাইরে থাকার পরও দেশের হয়ে তিন ফরম্যাটে খেলে তবেই অবসর নিতে চাইছেন KKR প্রাক্তনী।

বাংলাদেশে ফিরতে চান সাকিব

সম্প্রতি, বিয়ন্ড দ্য বিয়ার্ড পডকাস্টে ইংলিশ তারকা মঈন আলিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়েছেন, “বাংলাদেশে ফেরার ব্যাপারে আমি প্রচন্ডভাবে আশাবাদী। দেশে ফেরার জন্যই এক নাগাড়ে ক্রিকেট খেলে যাচ্ছি। আশা রাখছি একদিন দেশে ফিরে নিজেকে উজাড় করে দিতে পারব। নিজেকে ফিট রাখার চেষ্টা করি সব সময়। যাতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য একেবারে উপযুক্ত থাকতে পারি।”

এদিনই সাক্ষাৎকার চলাকালীন সাকিব স্পষ্ট বলেন, “আমি কোনও দিনই আনুষ্ঠানিকভাবে সমস্ত ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিইনি। এই প্রথমবারের মতো এই কথাটা জানালাম। আমি চাই বাংলাদেশে ফিরে দলটার হয়ে তিন ফরম্যাটেই ফেলতে। ওয়ানডের পাশাপাশি টেস্ট এবং টি-টোয়েন্টিতে গোটা সিরিজ খেলে তবেই অবসর নিতে চাই।”
সাকিব এও বললেন, “নিজের প্রতি দায়বদ্ধ থাকতে চাই আমি। কর্তব্য সামলে নিতে চাই। নিজেকে আগামীদিনের জন্য প্রস্তুত করে রাখতে চাই।”

অবশ্যই পড়ুন: “এবার কাকে দোষ দেবেন? উনিতো বড় …”, ইস্টবেঙ্গল হারতেই অস্কারের কাছে জবাব চাইলেন সন্দীপ

উল্লেখ্য, আজ প্রায় এক বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের বাইরে সাকিব আল হাসান। দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ফিরতে চেয়েও ফের বাংলাদেশ বিমুখ হয়েছিলেন এই ক্রিকেটার। তবে এবার একেবারে স্বইচ্ছায় দেশে ফিরতে চাইছেন আওয়ামী লিগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই খেলোয়াড়। বলে রাখি, 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে KKR এর হয়ে খেলেছিলেন এই প্লেয়ার। 2023 এও লাইট শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। তবে বেশ কিছু সমস্যার কারণে গোটা টুর্নামেন্ট খেলতে পারেননি ওপার বাংলার এই প্লেয়ার।

Leave a Comment