বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথমে টি-টোয়েন্টি এবং পরে টেস্ট ক্রিকেট থেকে অবসরে নিয়েছেন ভারতীয় মহাতারকা রোহিত শর্মা। বর্তমানে ওয়ানডে ম্যাচ ছাড়া তাঁকে ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে দেখার সুযোগ নেই ভক্তদের।
এমতাবস্থায়, বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে হিটম্যানের কামব্যাক সিরিজ নিয়ে চলছিল জল্পনা। আসলে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ স্থগিত হয়ে যাওয়ার পরই রোহিত এবং বিরাটের কামব্যাক নিয়ে অপেক্ষা বেড়েছে ভক্তদের।
আর এসবের মাঝেই, অনেকেই দাবি করছেন হয়তো আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন রোহিত শর্মা। আর ঠিক সেই আবহে এবার নিজের স্টাইলে ভক্তদের চমকে দিলেন হিটম্যান।
সদ্য সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে, শর্মাকে নেট প্র্যাকটিসের জন্য মাঠে নামতে দেখা গিয়েছে। আর তাতেই, যোগ্য জবাব পেয়েছেন রোহিতের সমালোচকরা, এমনটাই দাবি অভিজ্ঞ মহলের একাংশের।
অস্ট্রেলিয়া সফরের জন্য নিজেকে প্রস্তুত করছেন রোহিত?
টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে রোহিত খেলবেন কিনা তা নিয়েও কিছুটা সংশয় বেড়েছিল। অনেকে আবার ভেবেছিলেন, অস্ট্রেলিয়াতেই শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তিনি। আর ঠিক সেই আবহেই ভাইরাল হওয়া ভিডিওটি বদলে দিল গোটা চিত্র!
সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নেট প্র্যাকটিসের আগে মাঠে এসেছেন রোহিত শর্মা। এদিন ভিডিওতে তাঁকে দুই ব্যক্তির সাথে কথা বলতেও দেখা গিয়েছিল। আর তারপরই বদলে যায় পুরনো জল্পনা। ভক্তদের একাংশের দাবি, হিটম্যান মাঠে ফিরেছেন!
আসলে কামব্যাক সিরিজের জন্যই নিজেকে প্রস্তুত করছেন রোহিত। এক কথায়, ভাইরাল ভিডিও দেখে ভক্তদের ধরে প্রাণ এসেছে। অস্ট্রেলিয়া সফরের জন্য অবশেষে রোহিত যে অনুশীলন শুরু করতে চলেছেন তা নিয়ে একপ্রকার নিশ্চিত সমর্থকরা।
The comeback loading of Rohit Sharma.⏳🙌 pic.twitter.com/lGtSauKgdi
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) August 14, 2025
অবশ্যই পড়ুন: সস্তা হবে নিত্য প্রয়োজনীয় পণ্য, GST ব্যবস্থায় দুই স্ল্যাবের প্রস্তাব কেন্দ্রের
উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা একটি ভিডিওতে রোহিত শর্মাকে বন্ধু তথা অতি পরিচিত কোচ অভিষেক নায়ারের সাথে অনুশীলন করতে দেখা গিয়েছে। তাছাড়াও সম্প্রতি রোহিত শর্মার ইনস্টাগ্রাম স্টোরিতে শর্মা এবং অভিষেক নায়ারকে একসাথে জিমে ঘাম ঝরাতেও দেখা যায়!