অবসর জীবনে প্রতি মাসে মিলবে ২০,০০০ টাকা পেনশন, দুর্দান্ত প্ল্যান আনল LIC

LIC Smart Pension Plan

সহেলি মিত্র, কলকাতা: এখন তো চাকরি করছেন, কিন্তু অবসর জীবনে টাকার যোগান কিভাবে হবে সেটা ভেবে চিন্তিত? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আসলে ভারতীয় জীবন বীমা কর্পোরেশন বা LIC -র তরফে সকলের বরিষ্ঠ নাগরিকদের কথা চিন্তাভাবনা করে এক দুর্দান্ত প্ল্যান এনেছে। এই প্ল্যানের দরুণ একটা সময়ে গিয়ে আপনি ২০,০০০ টাকা অবধি মাসিক পেনশন পেতে সক্ষম হবেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

২০,০০০ টাকা অবধি পেনশন দেবে LIC-র এই স্কিম

আজ কথা হচ্ছে এলআইসির স্মার্ট পেনশন প্ল্যান নিয়ে। এই প্ল্যানটি একটি বিস্তৃত, নমনীয় এবং নিরাপদ পেনশন সমাধান প্রদান করে সকলকে। বিভিন্ন আর্থিক পরিস্থিতির সাথে মানানসই, এটি অবসরপ্রাপ্তদের এবং তাদের পরিবারের জন্য নিয়মিত আয় প্রদান করতে সাহায্য করে। এলআইসি’র স্মার্ট পেনশন প্ল্যান হল একটি নন-লিঙ্কড, ব্যক্তিগত/গোষ্ঠী, সঞ্চয় এবং তাৎক্ষণিক বার্ষিকী পরিকল্পনা। এটি বিভিন্ন অবসরকালীন চাহিদা পূরণের জন্য মূলত ডিজাইন করা হয়েছে। এটি পলিসিধারকদের সিঙ্গেল প্রিমিয়ামের এককালীন পরিমাণ বিনিয়োগ করতে এবং তাৎক্ষণিকভাবে আজীবন অব্যাহত পেনশন পেতে সহায়তা করে।

আরও পড়ুনঃ ২০২৬-এ বিদ্যুতের বিলের ওপর ২.৩৩% ছাড়ের ঘোষণা রাজ্য সরকারের, জারি নির্দেশিকা

এই এলআইসি প্ল্যানটি বিশেষভাবে তাদের জন্য তৈরি করা হয়েছে যারা বাজারের শেয়ার বাজারের উত্থান-পতন ছাড়াই নিশ্চিত আয় চান। এই প্ল্যানটি নন-লিঙ্কড এবং নন-পার্টিসিপেটিং, অর্থাৎ এতে কোনও স্টক মার্কেটের মতো ঝুঁকি নেই এবং পলিসি কেনার সময় পেনশনের হার স্থির থাকে। অর্থাৎ আজীবন পেনশন পান কোনওরকম রিস্ক ছাড়াই।

যোগ্যতা

সর্বনিম্ন বিনিয়োগের বয়স ১৮ বছর, যা তরুণ বিনিয়োগকারীদের আগে থেকেই পরিকল্পনা শুরু করার সুযোগ করে দেয়। এছাড়া সর্বাধিক প্রবেশের বয়স ৬৫ থেকে ১০০ বছরের মধ্যে, যা নির্বাচিত বার্ষিকী বিকল্পের উপর নির্ভর করে। এর ফলে পরিকল্পনাটি বিস্তৃত পরিসরে মানুষের কাছে অ্যাক্সেসযোগ্য হয়ে ওঠে।

কীভাবে এই প্ল্যানটি বাছবেন?

এই পলিসিটি কেউ একলাভাবে অথবা আপনার স্ত্রী/স্বামীর সাথে যৌথভাবে নিতে পারেন। পলিসিধারকরা তাদের চাহিদার উপর নির্ভর করে মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক বা বার্ষিক পেনশনের বিকল্পগুলি বেছে নিতে পারবেন। পলিসিধারকরা তাদের পছন্দের অর্থপ্রদানের পদ্ধতি বেছে নিতে পারেন। তারা মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক বা বার্ষিক ভিত্তিতে অর্থপ্রদান করতে পারেন। নির্বাচিত পদ্ধতির উপর ভিত্তি করে বার্ষিকী কিস্তির পরিমাণ গণনা করা হয়। LIC স্মার্ট পেনশন স্কিমের অধীনে সর্বনিম্ন বার্ষিকী ক্রয়ের পরিমাণ ১ লক্ষ টাকা। যদিও সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। আপনি যত খুশি বিনিয়োগ করতে পারেন।

আরও পড়ুনঃ জলের সমস্যায় নাজেহাল আসানসোলবাসী! মমতার সফরের আগে ভোট বয়কটের ডাক

কীভাবে মাসিক ২০,০০০ পেনশন হাতে পাবেন?

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে ২০,০০০ টাকা মাসিক পেনশন কীভাবে পাবেন? হিসাব অনুসারে, LIC স্মার্ট পেনশন স্কিম মাসিক ২০,০০০ পেনশন প্রদান করে, তবে এর জন্য ৩৫-৫৫ লক্ষ টাকার এককালীন বিনিয়োগের প্রয়োজন হবে। তবে, এই পরিমাণ বয়স এবং নির্বাচিত বিকল্পের উপর নির্ভর করে।

Leave a Comment