বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবারেই এল অপ্রত্যাশিত ঘোষণা। কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়ার পরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে চিরকালের মতো বিদায় জানালেন আন্দ্রে রাসেল। তবে একজন ক্রিকেটার হিসেবে IPL ছাড়লেও KKR ছাড়ছেন না সুনীল নারিনের প্রাক্তন সতীর্থ (Andre Russell Comeback)। আসন্ন মিনি নিলামে তাঁকে দেখা যাবে না ঠিকই, তবে নাইট শিবিরের ঘরের ছেলে হয়ে KKR এর ডাগাআউটেই থাকবেন আন্দ্রে। শোনা যাচ্ছে, KKR এ সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দিচ্ছেন ক্যারিবিয়ান দানব।
KKR এ যোগ দেওয়ার কথা জানালেন রাসেল
রবিবার, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিশ্বের সবচেয়ে বড় টি টোয়েন্টি লিগ থেকে অবসরের ঘোষণার পাশাপাশি ফের নাইট শিবিরে যোগ দেওয়ার কথা জানান আন্দ্রে। রাসেল বলেন, “IPL এ আমি আর খেলব না। দীর্ঘ 12 বছরের স্মৃতি জমিয়ে রাখলাম। KKR পরিবার থেকে যে ভালবাসা পেয়েছি তা ভোলার মতো নয়।” এদিন অবসরের ঘোষণার পাশাপাশি সকলকে চমকে দিয়ে রাসেল বলেন, “অবসর নিলেও আমি KKR পরিবার ছাড়ছি না। KKR এ নতুন ভূমিকায় দেখা যাবে আমায়। পাওয়ার কোচ হিসেবে যোগ দিতে চলেছি।”
বলাই বাহুল্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে রাসেল ঝড় উধাও হয়ে যাওয়ার খবরে ভক্তদের বুকের বাঁদিকের ব্যাথাটা কিছুটা চিনচিন করে উঠলেও আন্দ্রের KKR এ যোগ দেওয়ার খবর সেই যন্ত্রনায় মলম লাগিয়ে দিয়েছে। এক কথায়, নাইট শিবির থেকে বাদ যাওয়ার পর কলকাতার ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করালেও কোচিং স্টাফ হিসেবে শাহরুখের দলে রাসেলের প্রত্যাবর্তন একেবারে লুফে নিলেন নাইট সমর্থকরা।
অবশ্যই পড়ুন: KKR থেকে বাদ পড়তেই IPL থেকে অবসরের ঘোষণা রাসেলের
উল্লেখ্য, গত 15 নভেম্বর আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত জানায় কলকাতা নাইট রাইডার্স। আর এর পরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একাধিক পরিচিত দল তাঁকে নিলাম থেকে কিনতে একপ্রকার মুখিয়ে ছিল। সেই তালিকায় সবচেয়ে এগিয়ে ছিল চেন্নাই সুপার কিংস। শোনা গিয়েছিল, ধোনির দলে একজন দক্ষ ফিনিশার হিসেবে যোগ দিতে পারেন রাসেল। তাছাড়াও নাম উঠেছিল সানরাইজার্স হায়দ্রাবাদেরও। তবে আপাতত রাসেলকে ধরার স্বপ্ন অধরাই থাকছে তাদের।