বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু আগেই লাল বলের ক্রিকেট থেকে হাত গুটিয়ে নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তারপরই ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ ড্র করে আসতে হয়েছে ভারতকে। গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। তাতে আপাতত লজ্জার শেষ নেই গৌতম গম্ভীরের দলের। আর ঠিক সেই আবহে, লাল বলের ক্রিকেটে ভারতের এমন করুণ অবস্থা দেখে অনেকেই বলছেন, বিরাট কোহলি থাকলে হয়তো এমনটা হতো না। টিম ইন্ডিয়ার দৈন্যদশায় কোহলি আবার টেস্টে ফিরুক এমনটাই চাইছেন ভক্তরা। এবার সেই আশাই জাহির করলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামীও!
টেস্ট ক্রিকেট ফিরবেন বিরাট?
বিরাট কোহলির প্রাক্তন সতীর্থ বাংলার ক্রিকেটার শ্রীবৎস নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, টেস্ট ক্রিকেট নয়, বরং ওয়ানডে থেকেই অবসর নেওয়া উচিত ছিল বিরাটের। তাঁর কথায়, “ওয়ানডে ক্রিকেট ছেড়ে টেস্ট ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল ওর। যতক্ষণ না ফুরিয়ে যায় ততক্ষণ অন্তত খেলা উচিত ছিল। টেস্ট ক্রিকেট ওকে মিস করছে। শুধুমাত্র একজন প্লেয়ার হিসেবে নয়, সেই সাথে দেশের হয়ে খেলার সময় মাঠে যে প্রাণশক্তি, ভালবাসা এবং আবেগের বহিঃপ্রকাশ ঘটতো সেটার মধ্যে দিয়েও দলের একটা আত্মবিশ্বাস তৈরি হতো। বিশ্বাস জন্মাতো যে, আমরা সব পরিস্থিতিতে জিততে পারি।”
এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনে করেন, যে ভারতীয় দলের দুর্দশা দেখে হয়তো নিজের মত বদলাতে পারেন বিরাট! প্রাক্তন বঙ্গ ক্রিকেটারের পাশাপাশি সমস্ত কোহলি ভক্তের আশা, হয়তো একবারের জন্য লাল বলের ক্রিকেটে অবসর ভেঙে ফিরতে পারেন ভারতীয় মহাতারকা! তবে সেই আশা কি আদৌ পূরণ হবে? সত্যিই কি টেস্টে প্রত্যাবর্তন হবে বিরাটের? আপাতত এইসব প্রশ্ন উত্তর খোঁজার দৌড়েই সীমাবদ্ধ!
অবশ্যই পড়ুন: সব OMR প্রকাশ করতে হবে, SSC-কে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট
উল্লেখ্য, আচমকা বিরাট কোহলি এবং রোহিত শর্মার টেস্ট থেকে অবসর নিয়ে নেওয়ার পেছনে গৌতম গম্ভীরের সাথে খারাপ সম্পর্কই দায়ী, এমনটাই মনে করেন ক্রিকেট মহলের একটা বড় অংশ। তবে ভারতীয় টেস্ট দল যে অভিজ্ঞতা ছাড়া চলতে পারে না তা প্রতি পদক্ষেপে বুঝতে পারছেন টিম ইন্ডিয়ার বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর। শুধু তাই নয়, নিজের বক্তব্যের মধ্যেও সম্প্রতি একথা একপ্রকার স্বীকার করে নিয়েছেন গৌতম…