বিক্রম ব্যানার্জী, কলকাতা: পা দিয়েছেন 37 এ। তবে ব্যাট হাতে তিনি যেভাবে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে জ্বলে উঠছেন তাতে বয়স বোঝার জো নেই। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপিয়ে খেলেছিলেন ভারতীয় মহাতারকা বিরাট কোহলি। প্রতিটি ম্যাচে ক্রমাগত রান করে এসেছেন কিং কোহলি। চলতি বিজয় হাজারেতেও প্রথম দুই ম্যাচেই বড় রান পেয়েছেন তিনি। প্রতিটি ম্যাচে কোহলির ব্যাটিং দেখে মনে হয়েছে এ যেন বছর কুড়ির কোনও তরুণ তুর্কির 22 গজ শাসন। সব মিলিয়ে, বারবার নিজের জাত চিনিয়ে কোহলি বুঝিয়েছেন তাঁকে আলাদা করে আর নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। এবার সেই বিরাটকে নিয়েই একটি কৌতুহলী পোস্ট করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নভজ্যোত সিং সিধু। তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরবেন বিরাট (Virat Kohli Test Comeback)?
সিধুর পোস্টে বাড়ল জল্পনা
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে জেতানোর পর 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের ঠিক আগেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানান ভারতীয় মহাতারকা। তাতে হৃদয়ে ভাঙে দেশের অসংখ্য ভক্তের। তবে এবার সিধু যে পোস্ট করলেন তাতে নতুন করে জল্পনা বেড়েছে তাহলে কি লাল বলের ক্রিকেটে ফিরে আসতে পারেন বিরাট কোহলি!
অবশ্যই পড়ুন: ৮ মাসে ১ কোটির ভক্ত দিঘার জগন্নাথ মন্দিরে, কোটিতম কলকাতার খুদে নাবালিকা
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন সদস্য তথা ধারাভাষ্যকার সিধু। কোহলির একটি ভিডিও পোস্ট করে ভারতীয় কিংবদন্তি লিখেছেন, “ঈশ্বর যদি আমাকে বর দিতেন, আমি বলতাম কোহলিকে অবসর থেকে ফিরিয়ে নিয়ে এসে টেস্ট ক্রিকেট খেলতে দিন… দেশের দেড়শো কোটি মানুষের কাছে এর থেকে আনন্দ এবং উচ্ছ্বাসের আর কিছুই হতে পারে না। কোহলির শারীরিক সক্ষমতা এখন একজন 20 বছর বয়সী তরুণের মতোই। সে নিজে খাঁটি 24 ক্যারেট সোনা।”
অবশ্যই পড়ুন: লন্ডনে গর্জে উঠল বাঙালি হিন্দুরা, বাংলাদেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ
View this post on Instagram
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ ছিল, টিম ইন্ডিয়ায় টিকে থাকতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। সেই মতোই প্রথমদিকে মুখে না না করলেও পরে দিল্লি ক্রিকেট সংস্থাকে বিজয় হাজারে টুর্নামেন্ট খেলার কথা জানিয়ে দেন বিরাট কোহলি। সেই মতোই, প্রতিযোগিতার প্রথম ম্যাচে নেমেই দুরন্ত সেঞ্চুরি হাঁকান তিনি। এরপর দ্বিতীয় ম্যাচে শতরান ফসকালেও 77 রানের দাপুটে ইনিংস খেলেছিলেন বিরাট। সব মিলিয়ে, ব্যাট হাতে প্রতিবার বিরাট বোঝালেন নিজেকে আলাদা করে প্রমাণ করার কিছুই নেই।