সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার (Khaleda Zia) গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত হলেও তাঁর যাত্রা বহুবার পিছিয়ে যাচ্ছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, খালেদা জিয়াকে বহন করার জন্য বিশেষভাবে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল অর্থাৎ মঙ্গলবারই ঢাকায় নামবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের কর্তৃপক্ষের এক উচ্চপদস্থ কর্মকর্তা।
সিএএবি সূত্রে খবর, বিমানটিকে মঙ্গলবার সকাল আটটায় ঢাকায় রানওয়েতে নামানোর অনুমতি দেওয়া হয়েছে। আর সেই দিন রাত ন’টার দিকে লন্ডনের উদ্দেশ্যে বিমানটি উড়বে। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে যে তিনি আদৌ সেই দিন যাত্রা করতে পারবেন কিনা।
কাতারের ব্যবস্থাপনায় এবার নতুন এয়ার অ্যাম্বুলেন্স
রিপোর্ট অনুযায়ী খবর, কাতার সরকার খালেদা জিয়ার চিকিৎসা পরিবহনের দায়িত্ব নিয়েই জার্মানির এফএআই অ্যাভিয়েশন গ্রুপ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে। আগে যে বিমানটি পাঠানোর কথা ছিল সেটিতে প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে শেষ মুহূর্তে তা পরিবর্তন করতে হয়। আর এবার আছে Bombardier Challenger CL-60 সিরিজের বিমান। বলাবাহুল্য, সম্পূর্ণ ক্রিটিকাল কেয়ার সাপোর্ট সিস্টেম দিয়েই সাজানো এই বিশেষ বিমানটি। ভিতরে ভেন্টিলেটর থেকে শুরু করে লাইফ সাপোর্ট মনিটর, ইনফিউশন পাম্প, অক্সিজেন সিস্টেম রয়েছে। এছাড়া বিশেষজ্ঞ ডাক্তার, নার্স এবং প্যারামেডিক তো থাকবেই।
আরও পড়ুন: আমেরিকারও আগে ভারত, বিশ্বের সবথেকে সুস্বাদু খাবারে এগিয়ে কোন দেশ? দেখুন তালিকা
বলাই বাহুল্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানারকম শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত দুই সপ্তাহ ধরে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তাঁর স্বাস্থ্যগত অবস্থা দিনের পর দিন আরও দুর্বল হচ্ছে। সে কারণে শুক্রবার এবং রবিবার নির্ধারিত উড়ান বাতিল করতে হয়। মেডিকেল বোর্ড জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে দীর্ঘযাত্রা তাঁর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ভ্রমণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছিল। তবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ফেল লন্ডনে যাওয়ার জন্য শুরু হয়েছে তোড়জোড়।