সৌভিক মুখার্জী, কলকাতা: যোগী রাজ্যের (Uttar Pradesh) সম্ভল জেলায় সরকারি জমি উদ্ধারে ফের বুলডোজার অভিযান। জানা গিয়েছে, রবিবার সালেমপুর সালার ওরফে হাজিপুর গ্রামে সরকারের জমিতে নির্মিত একটি মসজিদ এবং মাদ্রাসা একেবারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর উদ্ধার হওয়া জমি ২০ জন দুস্থ ব্যক্তিকে লিজে বরাদ্দ করা হয়েছে।
আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান
আমার উজালার একটি রিপোর্ট অনুযায়ী খবর, গত বছর ২ সেপ্টেম্বর তহসিলদার আদালত রায় দিয়েছিল যে, সংশ্লিষ্ট মসজিদ এবং মাদ্রাসার জমি সরকারি সম্পত্তি। আর তা অবৈধ ভাবে দখল করা হয়েছিল এবং দ্রুত উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ কার্যকর করতে ১ জানুয়ারি তহসিলদার ধীরেন্দ্র কুমার সিং প্রশাসনিক দল ঘটনাস্থলে পাঠিয়েছিলেন।
আরও পড়ুন: রাজীব কুমারের পর কে হবেন নতুন ডিজিপি? রাজ্যকে সুপ্রিম কোর্টে যেতে বলল UPSC
এদিকে প্রশাসনের তরফ থেকে প্রথমে সংশ্লিষ্ট পক্ষকে নিজেদের উদ্যোগে মসজিদ এবং মাদ্রাসা সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। গত দু’দিন ধরে সেই কাজ চললেও কাজ এগচ্ছিল অত্যন্ত ধীরে। এরপর রবিবার তহসিলদার এবং সার্কেল অফিসার ঘটনাস্থলে পৌঁছে বুলডোজার চালিয়ে গোটা এলাকা পরিষ্কার করে দেয়। তহসিলদার জানিয়েছেন, মোট ১৭০০ বর্গমিটার জমি উদ্ধার করা হয়েছে। ওই জমির আনুমানিক বাজার মূল্য মোটামুটি ১ কোটি টাকা। উল্লেখ্য, ওই জমি ২০ জন দুস্থ ব্যক্তিকে ৮০ বর্গমিটার করে লিজে দেওয়া হয়েছে। তারা নিজেদের বাসস্থান নির্মাণ করতে পারবে এই জায়গায় আর লিজ প্রাপকদের তালিকাও প্রকাশ করেছে প্রশাসন।
আরও পড়ুন: জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? সামনে এল বড় আপডেট
এদিকে অভিযান ঘিরে রাতে কোনও রকম অশান্তি না হয় যাতে, তার জন্য ৬টি থানার পুলিশ বাহিনী এবং সশস্ত্র বাহিনী মোতায়ন করা হয়। পাশাপাশি এসপি নিজেই নজরদারি করেছেন। তবে সবথেকে বড় ব্যাপার, এই অভিযানের পর ফেরার পথে প্রশাসনিক দল একটি বাড়িতে বিদ্যুৎ চুরির অভিযোগ পায়। অভিযোগ ওঠে, বিদ্যুৎ এর মিটার খুলে ফেলে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। লাইন ম্যান বিষয়টি প্রশাসনকে জানান। তারপর বাড়ির মালিককে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়।