অভয়ার মায়ের চোট, অনুমতিপ্রাপ্ত মিছিলে তাণ্ডব! নবান্ন অভিযানে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে কী বলছে হাইকোর্ট?

Nabanna Abhijan

প্রীতি পোদ্দার, কলকাতা: হাইকোর্টের অনুমতির পরেও নবান্ন অভিযানে পুলিশি তাণ্ডব! ফের কাঠগড়ায় উঠল পুলিশের ‘আগ্রাসী ভূমিকা’ নিয়ে বিতর্ক। অভিযোগ উঠেছে যে এই অভিযানে এদিন শুধু লাঠিচার্জ নয়, কলকাতা পুলিশ একই সঙ্গে বেশ কয়েকজন আন্দোলনকারীর বিরুদ্ধে দায়ের করেছে FIR। তাই এবার সেই FIR খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী ময়ুখ মুখোপাধ্যায়।

নবান্ন অভিযানে ধুন্ধুমার কাণ্ড!

গত ৯ আগস্ট আরজি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনার বছর পার হয়েছিল। কিন্তু ঘটনার এখনও সঠিক বিচার না মেলায় নবান্ন অভিযানের ডাক দিয়েছিল নির্যাতিতার পরিবার। এদিকে এই অভিযানের প্রতিবাদে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। শেষে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নবান্ন অভিযানের কর্মসূচিতে রাজ্যের আপত্তিতে আমল না দিয়ে অভিযানকারীদের মিছিল বা সভা করার অনুমতি দেয়। এর পরেই নবান্ন অভিযানে পা মেলান নির্যাতিতার বাবা, মা। কিন্তু সেই মিছিলকে ঘিরে শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। এমনকি নির্যাতিতার মাকেও পুলিশ লাঠি দিয়ে মারে বলে অভিযোগ ওঠে।

কবে হবে শুনানি?

দ্য ওয়ালের রিপোর্ট অনুযায়ী, নবান্ন অভিযানের দিন পুলিশি ধস্তাধস্তিতে শুধু যে নির্যাতিতার বাবা মা ই আহত হয়েছেন তা নয় এর সঙ্গে মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই আহত হয়েছেন। এরপরেই বিক্ষোভকারীদের একটি অংশের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে কলকাতা পুলিশ। এবার সেই FIR খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন ময়ুখ মুখোপাধ্যায় নামে এক আইনজীবী। তিনি আবেদনে জানান, এই FIR খারিজের জন্য যেন তিনি হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি পান। অবশেষে তাঁর এই আবেদনে সবুজ সংকেত পরে, বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলার অনুমতি দিয়েছেন। জানা গিয়েছে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার, এই মামলা উঠতে চলেছে বিচারপতির এজলাসে।

আরও পড়ুন: বীরভূমে প্রায় ৪৫০ বিঘা জমির ওপর আশ্রম! চলত বিচার, প্রকাশ্যে বিভাসের নয়া ‘কীর্তি’

সাংবাদিক বৈঠক লালবাজার পুলিশ

উল্লেখ্য গতকাল অর্থাৎ মঙ্গলবার, বিকেলে সাংবাদিক সম্মেলন করেন লালবাজার। সেখানকার জয়েন্ট সিপি অর্থাৎ হেড কোয়ার্টার মীরাজ খালিদ জানিয়েছেন যে, ‘এখনও পর্যন্ত আমাদের কাছে যে ভিডিয়ো ফুটেজ আছে, তাতে নির্যাতিতার মাকে পুলিশ মারছে এমন কোনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি। আপনাদের কারও কাছে যদি তেমন ভিডিয়ো ফুটেজ বা ছবি থাকে, আমাদের দিয়ে সাহায্য করুন।’ একই সঙ্গে জয়েন্ট সিপি জানান, যে মামলা পুলিশ রুজু করেছে, তার ভিত্তিতে ৬ জন নেতাকে নোটিস পাঠানো হয়েছে। অন্যদিকে FIR দায়ের নিয়ে হেনস্থার অভিযোগ তুলেছিলেন নির্যাতিতার বাবা। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে ইমেল মারফত সেই অভিযোগ জানান তিনি।

Leave a Comment