বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ হয়েছে অপেক্ষা। শনিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে মালদা টাউন স্টেশন থেকে উদ্বোধন হয়েছে দেশের প্রথম সেমি হাইস্পিড বন্দে ভারত স্লিপারের। আগামীকাল থেকে শুরু হবে এই ট্রেনের কমার্শিয়াল রান। অর্থাৎ এদিন থেকেই টিকিট কেটে বন্দে ভারত স্লিপারে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এদিকে, আগামীকাল অর্থাৎ রবিবারের মধ্যে রাজ্যে চারটি অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express) চালু হওয়ার কথা জানিয়েছে, ভারতীয় রেল। এবার সেই অমৃত ভারত এক্সপ্রেস নিয়েই উঠে এলো বেশ কয়েকটি আপডেট।
থাকছে না কোনও RAC টিকিট
দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের ক্ষেত্রে কোনও রকম RAC টিকিটের ব্যবস্থা রাখা হয়নি, সে কথা আগেই জানিয়ে দিয়েছে ভারতীয় রেলওয়ে। এই ট্রেনে চড়তে হলে হাতে রাখতে হবে কনফার্ম টিকিট। ঠিক একই নিয়ম প্রযোজ্য হতে চলেছে চালু হতে যাওয়া অমৃত ভারত এক্সপ্রেসের ক্ষেত্রেও। ভারতীয় রেলওয়ে বোর্ডের তরফে জারি করা একটি বিবৃতিতে নতুন অমৃত ভারত ট্রেন গুলির ভাড়া কাঠামো এবং বুকিংয়ের নিয়ম সম্পর্কে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ সুখবর কর্মীদের জন্য, বাজেটের আগেই বাড়তে পারে PF-র সুদের হার, কতটা?
বলে রাখি, অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে কোনও ধরনের রিজার্ভেশন এগেইনস্ট ক্যান্সেলশন বা RAC টিকিটের ব্যবস্থা নেই। সেক্ষেত্রে, যাঁরা আগাম রিজার্ভেশন করবেন তারাই এই ট্রেনে যাত্রা করার সুযোগ পাবেন। তবে রেলের সংরক্ষিত দ্বিতীয় শ্রেণীর জন্য পুরনো নিয়ম কার্যকর থাকবে। গর্ভবতী মহিলা, প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য এই ট্রেনে আলাদা কোটা রয়েছে। সবচেয়ে বড় কথা, এই ট্রেনে প্রবীণ নাগরিক এবং শিশুদের ভ্রমণের জন্য লোয়ার বার্থের সুবিধা দিচ্ছে রেল।
রেলের নিয়ম অনুযায়ী, অন্যান্য ট্রেনগুলির মতোই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে 60 বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং 45 বছর বা তার বেশি বয়সি মহিলারা লোয়ার বার্থ পাবেন। এছাড়া শিশুকে নিয়ে ভ্রমণের ক্ষেত্রে লোয়ার বার্থ পাওয়া যেতে পারে। বাকিদের ক্ষেত্রে সিট ফাঁকা থাকলে লোয়ার বার্থ পাওয়ার সম্ভাবনা থাকছে।
অবশ্যই পড়ুন: শুধুই চার-ছয়, ব্যাট হাতে বাংলাদেশকে শিক্ষা দিলেন বৈভব সূর্যবংশী!
অমৃত ভারতের ভাড়া
লাইভ হিন্দুস্তানের এক রিপোর্ট অনুযায়ী, অমৃত ভারতের ক্ষেত্রে রেলের ভাড়ায় কোনও পরিবর্তন আসেনি। তবে ন্যূনতম দূরত্বের যে নিয়মগুলি ছিল সেগুলি সংশোধন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, অমৃত ভারতের স্লিপার ক্লাসে চড়লে ন্যূনতম 200 কিলোমিটারের ভাড়া বাবদ 149 টাকা দিতে হবে। এছাড়া দ্বিতীয় শ্রেণীর জন্য ন্যূনতম ভাড়া 50 কিলোমিটারের জন্য 36 টাকা ধার্য করা হয়েছে। রেলের একটি সূত্র দাবি করছে, এই ভাড়ার উপর রিজার্ভেশন চার্জ এবং সুপারফাস্ট চার্জ আলাদাভাবে প্রযোজ্য হবে। বলে রাখা প্রয়োজন, যদি কেউ অমৃত ভারতে করে মাত্র 50 বা 100 কিলোমিটার ভ্রমণ করেন সেক্ষেত্রেও তাকে 200 কিলোমিটারের ন্যূনতম ভাড়া দিতে হবে।