অরূপ বিশ্বাসের ইস্তফা, তৃণমূল কাউন্সিলরকে মৃত ঘোষণা…! একঝলকে আজকের সেরা ১০ খবর (১৬ ডিসেম্বর)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ ডিসেম্বর, মঙ্গলবার। অরূপ বিশ্বাসের ইস্তফা, তৃণমূল কাউন্সিলরকে মৃত ঘোষণা, রাজ্যে এসআইআর-এর খসড়া তালিকা, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) পশ্চিমবঙ্গ সরকারকে বড় ধাক্কা দিলেন রাষ্ট্রপতি

পশ্চিমবঙ্গ সরকারকে এবার বড় ধাক্কা দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইনি সংশোধনী বিল ২০২২-এ সম্মতি দিলেন না। ফলে রাজ্যের সহায়তা প্রাপ্ত বিদ্যালয়গুলির আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাব কার্যত কার্যকর হয়নি। আগের মতোই রাজ্যপাল সিভি আনন্দ বোস আচার্য থাকছেন। উল্লেখ্য, রাজ্যপাল এই বিলগুলি রাষ্ট্রপতি বিবেচনার জন্য পাঠিয়েছিলেন। তবে বিশেষজ্ঞদের মতে, সংবিধান অনুযায়ী রাজ্যপাল এই পদে বসবেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) রাজ্যে প্রকাশিত হল এসআইআর-এর খসড়া তালিকা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে এসআইআর আর এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। মঙ্গলবার থেকে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এবং ইসাইনেট অ্যাপে তালিকা দেখা যাচ্ছে। আর এতে মোট ৭ কোটি ৮ লক্ষের বেশি ভোটারের নাম রয়েছে। নাগরিকরা তাদের ভোটার নম্বর দিয়ে অনলাইনে নাম যাচাই করে নিতে পারবে। পাশাপাশি প্রতিটি এলাকায় বিএলওদের কাছে খসড়া তালিকার হার্ড কপি দেওয়া হয়েছে। https://electoralsearch.eci.gov.in/ ওয়েবসাইটে গিয়ে সরাসরি তালিকা চেক করা যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) ডলারের বিপরীতে সর্বনিম্ন স্তরে ভারতীয় রুপি

ডলারের বিপরীতে এবার ভারতীয় রুপি সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমে ৯১.৫ টাকায় পৌঁছল। ১৬ ডিসেম্বর এই রেকর্ড পতন দেখা গিয়েছে। আর এর মূল কারণ, বাড়তে থাকা বাণিজ্যের ঘাটতি ডলারের সংকট এবং ভারত ও আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা। আমদানিকারীরা আগেভাগেই ডলার কিনে রাখছেন। আর রপ্তানিকারীরা ডলার ছাড়ছেন না। ফলে রুপির উপরেই চাপ পড়ছে। গত এক মাসে রুপির দাম কমেছে ২%। বিশেষজ্ঞদের মতে, আরবিআই এর পদক্ষেপ এবং আন্তর্জাতিক পরিস্থিতি ভবিষ্যতের দিক নির্ধারণ করবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) ফ্যামিলি পেনশনের পরিধি বাড়াল রাজ্য সরকার

পশ্চিমবঙ্গ সরকার এবার ফ্যামিলি পেনশনে রাজ্য সরকার প্রসিদ্ধ কলেজের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের বিরাট সুবিধা দিল। নতুন নিয়মে শারীরিক এবং মানসিকভাবে প্রতিবন্ধী সন্তানরা যদি ২৫ বছরের পর আর্থিকভাবে স্বনির্ভর না হয়ে উঠতে পারে, তাহলে আজীবন পারিবারিক পেনশনের অধিকার পাবে। আগে স্বামী বা স্ত্রী এবং পরে অবিবাহিত বা বিধবা কিংবা তালাকপ্রাপ্ত কন্যারা এই সুবিধা পেতেন। তবে কমপক্ষে ১০ বছর চাকরি পেলে পেনশন প্রযোজ্য হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) এসএসসি-র নবম-দশম শ্রেণীতে কমানো হল শূন্যপদ

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে চাকরিপ্রার্থীদের বিরাট ধাক্কা দিল। আগে ঘোষিত ২৩,২১২টি শূন্যপদ কমে চূড়ান্ত তালিকায় ২৩,২০৯টি পদ দেওয়া হয়েছে। অর্থাৎ, তিনটি পদ কমিয়ে দেওয়া হয়েছে। ইতিহাস, জীবন বিজ্ঞান এবং ভূগোল বিষয়ে একটি করে আসন কমানো হয়েছে। যদিও পুরনো চাকরি ফেরত পাওয়ার কারণে কিছু শূন্যপদ যোগ করা হয়েছে বলে জানানো হয়েছে কমিশনের তরফ থেকে। আর বিষয়ভিত্তিক শূন্যপদের তালিকাও প্রকাশিত হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) এক মাস বিএলও-দের ছুটি বাতিল করে দিল কমিশন

২০২৬ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর আপত্তি এবং অভিযোগ জানানোর প্রক্রিয়া শুরু হল। তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়ার কারণে কমিশন বিশেষ নির্দেশ জারি করেছে। এক মাস ধরে বুথ লেভেল অফিসারদের কোনওরকম ছুটি থাকবে না। শুক্রবারের পাশাপাশি শনি এবং রবিবারও তাদেরকে ভোটারদের অভিযোগ নিতে হবে। বেসরকারি কর্মীদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ যাচাই প্রক্রিয়া চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা অরূপ বিশ্বাসের

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার কারণে এবার ক্রীড়া মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অরূপ বিশ্বাস। গত ১৩ ডিসেম্বর দর্শকদের ভাঙচুর আর অব্যবস্থাপনা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। আর তার জেরে নিরপেক্ষ তদন্তের জন্য মুখ্যমন্ত্রীর কাছে অব্যাহত চেয়েছিলেন তিনি। তৃণমূল নেতা কুনাল ঘোষ সেই চিঠি প্রকাশ করেছেন। ক্রীড়া দফতর থেকে তার ইস্তফা গৃহীত হলেও তিনি মন্ত্রিসভায় থাকছেন বলে জানা গিয়েছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) তৎকাল টিকিট বুকিং-এ এবার ওটিপি বাধ্যতামূলক

তৎকাল টিকিট বুকিং-এ এবার কড়া নিয়ম চালু করল ভারতীয় রেল। দক্ষিণ রেলওয়ে ১৫ জোড়া মিলিয়ে মোট ৩০টি ট্রেনে তৎকাল টিকিট কাটার জন্য ওটিপি ভিত্তিক যাচাইকরণ বাধ্যতামূলক করে দিয়েছে। ই-টিকিটের ক্ষেত্রে এবার আধার সংযুক্ত মোবাইলে এবং কাউন্টার বুকিং-এ ফর্মে দেওয়া নম্বরে ওটিপি পাঠাতে হবে। আর প্রকৃত যাত্রী ছাড়া যাতে কেউ তৎকাল টিকিট বুকিং করতে না পারে, সেই উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সব ট্রেনে এখনও পর্যন্ত এই নিয়ম কার্যকর করা হয়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) ডানকুনির তৃণমূল কাউন্সিলরকে ভোটার তালিকায় মৃত বলে ঘোষণা

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের খসড়া তালিকায় ডানকুনি পুরসভার তৃণমূল কাউন্সিলর সূর্য দে-কে মৃত দেখানোর কারণে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জীবিত অবস্থায় তাকে মৃত দেখিয়ে প্রতিবাদে তিনি কালিপুর শাসনে গিয়ে প্রতীকী সরকারের দাবি তুলেছেন। সূর্য দে অভিযোগ করছেন, সঠিকভাবে ফর্ম জমা দেওয়ার পরও তার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, যা ভোটার হয়রানি সংক্রান্ত চক্রান্ত। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) বাংলা তিন আর্থিক সংস্থার রেজিস্ট্রেশন বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক

আর্থিক দুর্নীতি রুখার জন্য এবার রিজার্ভ ব্যাঙ্ক কড়া পদক্ষেপ নিল। পশ্চিমবঙ্গের তিনটি সহ চারটি এনডিএফসি রেজিস্ট্রেশন বাতিল করা হল। আর বাংলার সংস্থাগুলি হল গেম ইনভেস্টমেন্ট এন্ড ট্রেডিং, ভিস্টার ফাইন্যান্সিয়ালস ও অম্বিকা বার্টার প্রাইভেট লিমিটেড। পাশাপাশি চন্ডিগড়ের শ্রী লক্ষ্মী ফাইনান্সিয়াল সার্ভিসেসও রয়েছে এই তালিকায়। এছাড়া চারটি সংস্থা স্বেচ্ছায় রেজিস্ট্রেশন জমা দিয়ে দিয়েছে। পাশাপাশি উড়িষ্যার এক অপারেটিভ ব্যাঙ্ককে ১৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment