বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইনস্টাগ্রামের মতোই এবার হোয়াটসঅ্যাপেও নিজের মনের কথা অল্প শব্দে জানাতে পারবেন ব্যবহারকারীরা (Instagram Notes On WhatsApp)। হ্যাঁ, ইনস্টাগ্রামের জনপ্রিয় নোটস ফিচার এবার চালু হয়েছে হোয়াটসঅ্যাপেও। তবে ভিন্ন নামে। হ্যাঁ, বৈশিষ্ট্য এক হলেও ব্যবহারকারীদের নিত্যদিনের সঙ্গী হোয়াটসঅ্যাপে এই ফিচারটির পোশাকি নাম About। এর মাধ্যমে নোটসের মতোই কোনও ছোট টেক্সট লিখে আপডেট করতে পারবেন ব্যবহারকারীরা। তবে এক্ষেত্রে সেই লেখা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ার বাকিরা নয়, বরং দেখতে পাবেন শুধুই Contacts এ থাকা ব্যক্তিরা।
About ফিচারের প্রত্যাবর্তন
ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের নতুন নোটস যে নামে হোয়াটসঅ্যাপে চালু হয়েছে সেই About ফিচারটি বহু পুরনো। এ প্রসঙ্গে মেটার মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ একটি ব্লগ পোস্ট করে জানিয়েছে, About ফিচার সম্পর্কে তাঁরা একেবারেই অবগত নন যারা হোয়াটসঅ্যাপের একেবারে শুরুর দিকের ব্যবহারকারী নন। বহু আগেই এই ফিচার লঞ্চ করেছিল সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মেসেজিং প্লাটফর্মটি। দীর্ঘ সময় পেরিয়ে ফের ব্যবহারকারীদের সুবিধার্থে About ফিচারটিকে ফিরিয়ে আনছে মার্ক জাকারবার্গের সংস্থা।
কীভাবে ব্যবহার করবেন এই About ফিচার?
হোয়াটসঅ্যাপ বলছে, ব্যবহারকারীরা যদি এই বিশেষ ফিচারটির সুবিধা নিতে চান তবে প্রথমেই নিজের প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করুন। অথবা হোয়াটসঅ্যাপে থাকা সেটিংসে গিয়ে About সেকশনে ক্লিক করুন। এরপরই সামনে আসবে Add About বা Update About। সেখানে ক্লিক করে নিজের স্ট্যাটাস অ্যাড করতে পারবেন। এই পর্যন্ত সমস্ত প্রক্রিয়া শেষ হলে ভিজিবিলিটি সেট করতে হবে। এর অর্থ আপনি কাদের আপনার স্ট্যাটাস দেখাতে চান তা নির্বাচন করুন। এরপর কতক্ষণ ওই স্ট্যাটাস দেখাতে চান অর্থাৎ ডিউরেশন সেট করেই পোস্ট অপশনে ক্লিক করে দিলেই আপডেট হয়ে যাবে About স্ট্যাটাস।
অবশ্যই পড়ুন: যুদ্ধে না পেরে এবার আফগানিস্তানের তালিবান সরকার ফেলে দেওয়ার চেষ্টায় পাকিস্তান!
ফিচারটির সুবিধা
ইনস্টাগ্রামে যেমন নোটস ফিচারটিতে নিজের বক্তব্য, বিশেষ অনুভূতি অথবা কোনও উইশ লেখা যায়, ঠিক তেমনই হোয়াটসঅ্যাপের About ফিচারটির সাহায্যে ছোট টেক্সট আপডেট করতে পারবেন ব্যবহারকারীরা। এক্ষেত্রে নিজের মনে যা আসে সেই সব চিন্তাভাবনা কিংবা নিজের বর্তমান অবস্থা সম্পর্কে ছোট করে নিজের পরিচিতদের আপডেট দিতে পারবেন। এক্ষেত্রে ওই আপডেট বা স্ট্যাটাস ব্যবহারকারীর প্রোফাইল ও One On One চ্যাটে দেখা যাবে। সেক্ষেত্রে মিনি স্ট্যাটাস দেখে যে কেউ রিপ্লাই করতে পারবেন ব্যবহারকারীকে। সব মিলিয়ে, অবসর কিংবা ব্যস্ত সময়ে নিজের বক্তব্য বা অবস্থা জানানোর জন্য About ফিচারটি যথেষ্ট কার্যকরী হতে চলেছে।