বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছরে প্রচুর ক্রিকেট খেলতে হবে ভারতীয় দলের ছেলেদের। সেই মতোই 2026 সালের ক্রিকেট সূচি ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই তালিকায় থাকতে পারে টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরও। হ্যাঁ, যেখানে ওপার বাংলায় হিন্দু হত্যার কারণে মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলানো নিয়ে একেবারে তোলপাড় হয়ে যাচ্ছে ক্রিকেট মহল, সেই পর্বে দাঁড়িয়ে ভারতীয় দলের বাংলাদেশ সফরের (India Vs Bangladesh) খবর কিছুটা হলেও অবাক হওয়ার মতোই। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে প্রকাশিত ক্রিকেট সূচি অনুযায়ী, আগামী আগস্টেই বাংলাদেশে যাবে ভারতীয় দল। সেখানেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ রয়েছে শুভমন গিলদের।
ভারত-বাংলাদেশ সিরিজের সূচি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী, এবছর ওপার বাংলায় ক্রিকেট খেলতে যাচ্ছে বেশ কয়েকটি দল। সেই তালিকায় পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার সাথেই রয়েছে ভারতও। ওপার বাংলার ক্রিকেট বোর্ডের সূচি বলছে, আগামী 28 আগস্ট নাকি বাংলাদেশ সফর করবে ভারতীয় দল। এরপর সেখানেই 1 সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
অবশ্যই পড়ুন: ৮ মাসেই পাকিস্তান দলের কোচের পদ থেকে ইস্তফা কেন? PCB-কে নিয়ে বিস্ফোরক গিলেসপি
এর মধ্যে প্রথম ম্যাচটি হবে 1 সেপ্টেম্বর, দ্বিতীয় ম্যাচ গড়াবে 3 সেপ্টেম্বর এবং তৃতীয় অর্থাৎ শেষ ওয়ানডে হবে 6 সেপ্টেম্বর। ওয়ানডে সিরিজ শেষ হলেই টি-টোয়েন্টির প্রস্তুতি শুরু করবে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে পারে 9 সেপ্টেম্বর থেকে। লিটন দাসদের বোর্ডের সূচি মেনে চললে, 9 সেপ্টেম্বর ভারত বনাম বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর 12 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। সবশেষে 13 সেপ্টেম্বর তিন নম্বর অর্থাৎ শেষ টি-টোয়েন্টি গড়াবে।
The Bangladesh Cricket Board has announced the itinerary for the white-ball series against India
ODIs: September 1, 3, 6
T20Is: September 9, 12, 13 #2026CricketCalendar pic.twitter.com/CIDvTZo5eC— Cricbuzz (@cricbuzz) January 2, 2026
অবশ্যই পড়ুন: উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকদের মাথায় বাজ! জারি কড়া বিজ্ঞতি
আদৌ কি বাংলাদেশে খেলতে যাবে ভারতীয় দল?
বিগত দিনগুলিতে যেভাবে দফায় দফায় উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ তাতে ভারতের সাথে সম্পর্ক ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে ওপারের। সবচেয়ে বড় কথা, সম্প্রতি ওপারের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনায় ওপার বাংলায় বারবার উঠেছে ভারত বিরোধী স্লোগান। বাংলাদেশে অত্যাচারিত সংখ্যালঘু হিন্দুদের নিয়ে মুখ খুলেছে নয়া দিল্লি। সবমিলিয়ে, এই মুহূর্তে ভারত বাংলাদেশ সম্পর্ক যে ভাল জায়গায় রয়েছে তা একেবারেই বলা যাবে না। সেই পর্বে দাঁড়িয়ে, নিরাপত্তার কথা মাথায় রেখে আদৌ ভারতীয় খেলোয়াড়দের বাংলাদেশে পাঠানো হবে কিনা তা নিয়ে সংশয়ের জাল বেশ চওড়া।