অশান্ত বাংলাদেশ, সেই ফাঁকেই দ্রুত হামলার জন্য হলদিয়া ঘাঁটিতে বড় প্ল্যান ভারতীয় নৌসেনার!

Indian Navy Set a big plan with new base in Haldia

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনা সিংহাসনচ্যুত হতেই দফায় দফায় অশান্ত হয়েছে বাংলাদেশ। ফের নতুন করে বিক্ষোভের আগুনে ঝলসেছে ওপার বাংলা। আর ঠিক সেই আবহে আন্তর্জাতিক সীমানা বরাবর কলকাতার কাছে হলদিয়া ঘাঁটিতে বিরাট পদক্ষেপ ভারতীয় নৌসেনার (Indian Navy)। জানা যাচ্ছে, ভারতীয় নৌবাহিনীর এই ঘাঁটিতে দ্রুত হামলা করা যায় এমন ছোট মাপের রনতরী মোতায়েন করার তোড়জোড় চলছে। যা নিয়ে ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন অ্যাকুইজিশন কাউন্সিলের তরফে ছাড়পত্র পেয়েছে ভারতীয় নৌসেনা।

হলদিয়া ঘাঁটি নিয়ে তৎপর ভারতীয় নৌসেনা

ভবিষ্যতে যুদ্ধের কথা মাথায় রেখে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে হলদিয়া ঘাঁটিতে বিশেষ নজর দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। ভারতীয় নৌ বাহিনীর এই ঘাঁটির নাম ঠিক না হলেও এখানে 100 টন ওজনের 45 ন্যাটিক্যাল গতি বিশিষ্ট ছোট যুদ্ধজাহাজ মোতায়েন করতে তৎপর ভারতীয় নৌবাহিনী। সূত্রের খবর, ভারতীয় নৌসেনার এই ঘাঁটিতে মোতায়ন হতে যাওয়া প্রতিটি যুদ্ধ জাহাজে থাকবে মেশিনগান। যা দিয়ে দ্রুত হামলা চালাতে পারবে নৌবাহিনী।

অবশ্যই পড়ুন: মিথ্যা বলেছে BCB, নিজের ইচ্ছায় BPL ছেড়েছি! জানালেন ঋধিমা পাঠক

শুধু তাই নয়, বেশ কয়েকটি সূত্র এও দাবি করছে ভারতীয় নৌবাহিনীর হলদিয়া ঘাঁটিতে একাধিক হামলা চালানো যায় এমন ছোট যুদ্ধ জাহাজ মোতায়েন করার পাশাপাশি এখানে কম করে 100 জন নৌসেনা আধিকারিককে মোতায়েন করা হবে। তাঁদের দায়িত্ব থাকবে ঘাঁটিটিকে সামলানোর। সব মিলিয়ে, আগামীতে বাংলাদেশের সাথে সংঘাতের জন্য ওপার বাংলার নিকটবর্তী হলদিয়া ঘাঁটিতে পুরোপুরি তৈরি হয়ে বসতে চাইছে ভারতীয় নৌবাহিনী।

অবশ্যই পড়ুন: জানুয়ারিতে ফের বাড়তে পারে DA, পেনশন! কতটা? সরকারি কর্মীদের জন্য বড় খবর

প্রসঙ্গত, বিগত দিনগুলিতে ভারতের সাথে সখ্যতা কমিয়ে পাকিস্তানের সাথে বন্ধুত্ব বাড়িয়েছে মহম্মদ ইউনূসের বাংলাদেশ। বলা নেই কওয়া নেই হঠাৎ হঠাৎ বাংলাদেশের বন্দরে নোঙ্গর করে পাকিস্তানের সব যুদ্ধজাহাজ। যা ভারতের জন্য বেশ উদ্বেগের। তাছাড়াও একাধিক সূত্র মারফত খবর, সাম্প্রতিককালে বাংলাদেশকে দুটি সাবমেরিন দিয়েছে পাকিস্তান। আর সেসব নিয়েই আগামীতে যাতে অল্প দূরত্ব থেকে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে সহজে হামলা চালানো যায় সেজন্যই বাংলাদেশের নিকটবর্তী হলদিয়া ঘাঁটিতে যুদ্ধ জাহাজ মোতায়েন করতে চলেছে ভারতীয় নৌবাহিনী।

1 thought on “অশান্ত বাংলাদেশ, সেই ফাঁকেই দ্রুত হামলার জন্য হলদিয়া ঘাঁটিতে বড় প্ল্যান ভারতীয় নৌসেনার!”

Leave a Comment