অশ্লীল ভিডিও কাণ্ডে মহা শোরগোল! দিলীপ ঘোষের অভিযোগে পদক্ষেপ নেবে লালবাজার

Dilip Ghosh

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওকে ঘিরে শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্ক। আর সেই বিতর্কে নাম জড়িয়েছিল বিজেপি নেতা দিলীপ ঘোষের। পুরো ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন তিনি। আর এবার বিজেপির প্রাক্তন রাজ‌্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করল কলকাতা পুলিশ।

ষড়যন্ত্রের অভিযোগ দিলীপের

সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, গত কয়েকদিনে একাধিক ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ঘুরে চলেছে, যেগুলিকে নিয়ে দাবি করা হচ্ছে যে সেগুলি নাকি বিজেপি নেতা দিলীপ ঘোষের ব্যক্তিগত মুহূর্তের রেকর্ড। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি India Hood। ওই ভিডিওয় এক ব‌্যক্তির সঙ্গে এক মহিলার যৌনতার দৃশ‌্য দেখা গিয়েছে। ওই চরম অশ্লীল ভিডিও অনলাইনে আপলোড করে তা বেআইনিভাবে ইন্টারনেটের মাধ‌্যমে ছড়ানো হয়েছে। তবে দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মহল দাবি করছে, ভিডিওটি ভুয়ো এবং প্রযুক্তির সাহায্যে তৈরি। তাই পুরো ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ তুলে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দিলীপ।

ফরেনসিকে যাচ্ছে ভাইরাল ভিডিও

লালবাজারের ক্রাইম ব্রাঞ্চের জয়েন্ট কমিশনারকে লেখা চিঠিতে দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক এবং সামাজিক ময়দানে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। সেই কারণে তাঁর সম্মান ক্ষুণ্ণ করতেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়ানো হয়েছে। আর এই অভিযোগের পর পরই তদন্ত শুরু করেছে পুলিশ। এমনকি ভিডিওটি তদন্তের স্বার্থে ফরেনসিকে পাঠানো হচ্ছে। লালবাজারের সূত্রের খবর, যে ইউটিউব ও চ‌্যানেলগুলিতে এই অশ্লীল ভিডিও দেখানো হয়েছিল, সেগুলির কর্তৃপক্ষকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁরা কীভাবে ভিডিও পেয়েছেন, তা জানার চেষ্টা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: কিস্তিতে দেওয়া হোক DA’, সুপ্রিম কোর্টে বড় দাবি কর্মীপক্ষের

ডিজিটাল প্ল‌্যাটফর্মে তদারকি পুলিশের

এদিকে FIR দায়ের করার সময় দিলীপ ঘোষ নয়টি সোশ‌্যাল মিডিয়া ও ইউটিউবার-সহ ডিজিটাল প্ল‌্যাটফর্মের নাম উল্লেখ করেন। সেগুলি ওই বিতর্কিত অশ্লীল ভিডিওটি প্রচার করেছে অথবা সেগুলির হাত ধরেই ওই ভিডিওটি ছড়িয়েছে, এমনই অভিযোগ জানান তিনি। এছাড়াও লালবাজারকে অনুরোধ করে এও জানান যে, কোন সূত্র থেকে বা কোন ব‌্যক্তি এই ভিডিও ছড়িয়েছে, তা যেন কঠোর তদন্ত করে দেখা হয়। যদিও দিলীপ ঘোষের রাজনৈতিক কেরিয়ারে ইতিমধ্যেই একাধিক ধাক্কা এসেছে। বর্তমানে রাজ্য নেতৃত্ব ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে কার্যত দূরে সরিয়ে রাখা হয়েছে তাঁকে। এমনকি দীঘা জগন্নাথধামে স্ত্রীকে নিয়ে সফর নিয়েও কম জলঘোলা হয়নি। এবার দেখার পালা এই ভিডিও বিতর্ক কত দূর এগোয়।

Leave a Comment