সহেলি মিত্র, কলকাতাঃ অষ্টম বেতন পে কমিশন (8th Central Pay Commission) নিয়ে অপেক্ষার মাঝেই রেল কর্মীদের জন্য রইল বড় খবর। ভারতীয় রেলওয়ে তার আর্থিক অবস্থা শক্তিশালী করার এবং কস্ট কাটিং করার প্রস্তুতি শুরু করেছে। ভারতীয় রেলওয়ে রক্ষণাবেক্ষণ, ক্রয় এবং জ্বালানি খাতে কৌশলগত ব্যয় হ্রাসের ব্যবস্থা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে বলে খবর। একদিকে যখন সকলে অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের পর বেতন ব্যয় এবং বকেয়া বৃদ্ধির সম্ভাব্য সম্ভাবনা নিয়ে জোর আলোচনা করছে তখন রেল বড় সিদ্ধান্ত নিতে পারে বলে শোনা যাচ্ছে। মূলত খরচ কমাতেই এই উদ্যোগ বলে দাবি করছে বিশিষ্ট মহল।
অষ্টম বেতন পে কমিশনের আগে রেলের নতুন কৌশল
ভারতীয় রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে তারা প্রয়োজনীয় অতিরিক্ত তহবিলের পরিকল্পনা করেছেন। এই ব্যয় অভ্যন্তরীণ রাজস্ব, সম্ভাব্য সঞ্চয় এবং বর্ধিত মালবাহী পরিবহন থেকে প্রাপ্ত রাজস্বের মাধ্যমে পূরণ করা হবে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য, রেলওয়ে ৯৮.৪৩% অপারেটিং অনুপাত (OR) অর্জনের লক্ষ্য নিয়েছে যার মোট রাজস্ব ৩,০৪১.৩১ কোটি। কর্মকর্তা আরও বলেন যে নেটওয়ার্কের বিদ্যুতায়ন সম্পন্ন হলে, ভারতীয় রেলওয়ে তাদের বিদ্যুৎ বিলের ক্ষেত্রে বার্ষিক প্রায় ৫,০০০ কোটি টাকা সাশ্রয় করবে বলে আশা করছে। ২০২৭-২৮ অর্থবছরে ভারতীয় রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন (IRFC)-কে বার্ষিক অর্থ প্রদান হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলিতে মূলধন ব্যয় গ্রস বাজেটারি সাপোর্ট (GBS) এর মাধ্যমে অর্থায়ন করা হয়েছে।
রেলওয়ের বেতনের উপর সপ্তম বেতন কমিশনের প্রভাব
সপ্তম বেতন কমিশন ২০১৬ সালে কার্যকর করা হয়েছিল এবং এর ১০ বছরের মেয়াদ ২০২৬ সালের জানুয়ারিতে শেষ হবে। এটি রেল কর্মীদের বেতন ১৪-২৬% বৃদ্ধি করেছে। পূর্ববর্তী কমিশন বেতন এবং পেনশন সহ মজুরি বিলে ২২,০০০ কোটি টাকা যোগ করেছিল। এবার, এই পরিমাণ ৩০,০০০ কোটি টাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুনঃ ১১ লাখ খরচ করে দিয়েছিলেন খাবারের স্টল, যুবভারতীর অশান্তিতে সর্বস্বান্ত বসিরহাটের বিক্রেতা
সপ্তম বেতন কমিশন ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর বাস্তবায়ন করেছে, যার ফলে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ন্যূনতম মূল বেতন ৭,০০০ থেকে ১৭,৯৯০ টাকা বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি এবার ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করেছে। ভারতীয় রেলওয়ে ২০২৬ অর্থবছরে কর্মীদের ব্যয়ের জন্য ১.২৮ লক্ষ কোটি টাকা বাজেট করেছে, যা ২০২৫ অর্থবছরে ১.১৭ লক্ষ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়েছে। পেনশন বরাদ্দ ৬৬,৩৫৮.৬৯ কোটি টাকা থেকে বেড়ে ৬৮,৬০২.৬৯ কোটি টাকা হয়েছে।