অসমের রেললাইনে আইইডি বিস্ফোরণ! উড়ে গেল ট্র্যাকের একাংশ, ব্যহত ট্রেন চলাচল

Assam IED Blast

সৌভিক মুখার্জী, কলকাতা: ভয়াবহ আইইডি বিস্ফোরণ অসমের কোকরাঝাড় রেললাইনে (Assam IED Blast)! বুধবার গভীর রাতেই ঘটে এই ঘটনা। এমনকি বিস্ফোরণে রেললাইনের একাংশ উড়ে গিয়েছে, যার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয় আর গোটা এলাকাতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পাশাপাশি নিন্ম অসম থেকে শুরু করে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে।

আইইডি বিস্ফোরণ রেল ট্র্যাকে

সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, বুধবার রাতে কোকরাঝাড় এবং সালাকাটি স্টেশনের মাঝেই এই বিস্ফোরণ ঘটে। এমনকি বিস্ফোরণে রেল লাইনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৩ ফুট রেললাইন উড়ে যায়। যার জেরে বেশ কিছুক্ষণের জন্য রেল পরিষেবা বন্ধ থাকে ওই লাইনে। আর এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। তবে হ্যাঁ, ট্রেন লাইনচ্যুত হওয়ার কোনওরকম ঘটনা ঘটেনি। কিন্তু বিস্ফোরণের তীব্রতা এতটাই প্রবল ছিল যে, কয়েক মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে ওই রেললাইনের একাংশ।

এদিকে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আপ এবং ডাউন উভয় লাইনের ট্রেন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। পাশাপাশি অন্যান্য স্টেশনগুলিতে পর পর বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে যায়। এর জেরে হাজার হাজার নিত্যযাত্রী আটকা পড়েন। এমনকি রেল লাইন মেরামতের পর সকাল আটটা নাগাদ ফের রেল পরিষেবা চালু হয়। তবে হ্যাঁ, নিম্ন অসম ও উত্তরবঙ্গের আপ ও ডাউন লাইনে বিশেষ করে ট্রেন চলাচলে বিঘ্নতা ঘটে। এমনকি ট্রেন চলাচল শুরুর আগেই গোটা রেললাইনে তল্লাশি চালায় নিরাপত্তা কর্মীরা।

আরও পড়ুনঃ তৃণমূলের নেতাদের দ্বারা ৩৫০ কোটি টাকা চিটফান্ড কেলেঙ্কারি, তদন্তের দাবি জানালেন শুভেন্দু

কীভাবে ঘটল বিস্ফোরণ?

বিস্ফোরণ কীভাবে ঘটল, সে বিষয়ে কোনও সঠিক তথ্য এখনও সামনে আসেনি। তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে, ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস অর্থাৎ আইইডির মাধ্যমেই এই বিস্ফোরণ ঘটেছে। খবর পেয়ে দ্রুত রেলের নিরাপত্তা বাহিনী ও বোম্ব স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। এমনকি পুলিশ সুপার পুষ্পরাজ সিংহ জানিয়েছেন, এই ঘটনায় সেরকম কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কোনও হতাহতের খবর নেই। তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে বা কেন এই হামলা করা হল, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এমনকি গোটা এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। ইতিমধ্যে ট্র্যাক ঠিক করে দেওয়া হয়েছে আর ট্রেন চলাচল স্বাভাবিক।

Leave a Comment