অসাধারণ ফিচার্স থেকে লুক, নয়া অবতারে বাজারে আসছে SUV Skoda Kushaq! কবে লঞ্চ?

SUV Skoda Kushaq

সৌভিক মুখার্জী, কলকাতা: বাজারে আবারও চমক দিতে চলেছে স্কোডা। হ্যাঁ, জনপ্রিয় SUV Skoda Kushaq আবারও আসছে ফেসলিফ্ট ভার্সনে। আর এই মডেলে ডিজাইন থেকে শুরু করে ফিচার্সে আসবে আমূল পরিবর্তন। টেস্টিং চলাকালীন বহুবার ক্যামেরাবন্দি করা হয়েছে এই মডেল। আর অটোপ্রেমীদের ধারণা, গাড়িটি 2026 এর জানুয়ারি মাস নাগাদই ভারতের রাস্তায় নামতে পারে। বলে রাখি, 2021 সালে লঞ্চ হওয়া Kushaq ছিল স্কোডার সবথেকে সফল SUV। আর এবার আকর্ষণীয় লুক, প্রিমিয়াম ইন্টেরিয়ার দিয়ে বাজারে আসছে এই মডেল।

ডিজাইনে বিরাট বদল

টেস্টিং মডেল দেখে বিশেষজ্ঞরা অনুমান করছে, এই গাড়িটির ফ্রন্ট ডিজাইনে দেখা যেতে পারে সব নতুনত্ব। যার মধ্যে থাকতে পারে আরও বড় ফগ ল্যাম্প, ফ্রন্ট গ্রিলে পাতলা ভার্টিকাল স্ট্রিপ, নতুন হেডল্যাম্প ডিজাইন, কোডিয়াকের মতো কানেক্টেড DRL, বড় ও চৌকো এয়ার ড্যাম। আর এইসব মিলিয়ে গাড়িটির ফ্রন্ট লুক একেবারে স্পোর্টি ও আধুনিক হবে তা বোলার অপেক্ষা রাখে না।

এদিকে গাড়িটির সাইডে খুব বেশি পরিবর্তন করা হয়নি। কিন্তু নতুন 17 ইঞ্চির একটি ম্যাট ব্ল্যাক অ্যালয় হুইল, রেয়ারে পাতলা LED টেল-ল্যাম্প, দুই লাইটের মাঝে LED স্ট্রিপ যুক্ত থাকবে। অন্যদিকে পেছনেও বড় পরিবর্তন দেখা যাবে। আগের মতো বড় SKODA লেটারিং থাকলেও লাইটিং সেটআপ আরও আধুনিক দেওয়া হবে।

ইন্টেরিয়ার এবং ফিচার্স

SUV Skoda Kushaq গাড়িটির ইন্টেরিয়ারের তথ্য স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে, এটি আগের মডেলের আপগ্রেড হিসেবে বাজারে আসছে। ফিচার্স হিসেবে SUV Skoda Kushaq গাড়িটিতে থাকতে পারে প্যানোরামিক সানরুফ, Level-2 ADAS সেফটি সিস্টেম, 360° ক্যামেরা, সব ভ্যারিয়েন্টেই 6 এয়ারব্যাগ, গ্লোবাল NCAP 5-স্টার সেফটি রেটিং। আর গাড়িটি সরাসরি প্রতিযোগিতা করবে Hyundai Creta, Kia Seltos, Tata Sierra ও Maruti Suzuki Victori গাড়িগুলির সঙ্গে।

আরও পড়ুন: ‘তিন দেশের মধ্যে সম্পর্ক …!’ পুতিনের ভারত সফর ঘিরে উচ্ছ্বসিত চিনের বড় বয়ান

ইঞ্জিন এবং পারফরমেন্সে চমক

গাড়ির ইঞ্জিন অপরিবর্তিত থাকলেও গিয়ার বক্সে এবার নতুন চমক দেওয়া হতে পারে। কারণ, 1.0L পেট্রোল টার্বো ইঞ্জিন এবার 113 bhp পাওয়ার 178 Nm টর্ক উৎপন্ন করতে পারবে। আর সাথে 6-ম্যানুয়াল এবং 6-অটো গিয়ার বক্স থাকবে। পাশাপাশি 1.5L টার্বো পেট্রোল ইঞ্জিনে 148 bhp পাওয়ার এবং 250 Nm টর্ক উৎপন্ন হবে। আর শুধুমাত্র 7-স্পিড DCTঅটো সিস্টেম থাকবে এই ইঞ্জিনে। এক কথায়, পারফরমেন্সে আগের মতো শক্তিশালী হবে, কিন্তু ড্রাইভিং হবে আরও স্মুথ। এখন শুধু লঞ্চ হওয়ার পালা।

Leave a Comment