বিক্রম ব্যানার্জী, কলকাতা: টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর দীর্ঘদিন মাঠের বাইরে রোহিত শর্মা। তবে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে কামব্যাক করবেন হিটম্যান। কিন্তু তার আগে ফিটনেস পরীক্ষা দিতে হবে ভারতীয় মহা তারকাকে (Rohit Sharma Fitness Test)। সেই মর্মেই, এবার ওয়ানডে দলের অধিনায়ককে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে তলব করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সেপ্টেম্বরে রোহিতের ফিটনেস পরীক্ষা
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, আগামী 13 সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে ফিটনেস পরীক্ষা দিতে হবে বিরাট কোহলির সতীর্থকে। সে প্রসঙ্গে BCCI এর এক কর্তা জানিয়েছেন, ফিটনেস পরীক্ষা দিয়ে তবেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন রোহিত। ইতিমধ্যেই ওর ডাক পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।
বোর্ডের ওই কর্তার দাবি, বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে রোহিত শর্মাকে অন্তত 2 থেকে 3 দিন থাকতেই হবে। সেখানেই অস্ট্রেলিয়া সফরের আগে প্রয়োজনীয় প্রস্তুতিও সারতে পারবেন হিটম্যান। বোর্ডের ওই কর্তা আরও বলেন, রোহিতকে যে সময়ে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে ডাকা হয়েছে তখন, জোর কদমে চলবে দিলীপ ট্রফির ফাইনাল।
তাঁর দাবি, দিলীপ ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 11 থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত। আর সেটা হবে সেন্টার অফ এক্সিলেন্সের মূল মাঠে। ওই একই সময়ে ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ককে ফিটনেস পরীক্ষা দিতে হবে। কাজেই রোহিতের আলাদা করে কোনও সমস্যা হওয়ার কথা নয়।
অবশ্যই পড়ুন: ফোন সারাতে দিয়েছিলেন রিপেয়ার শপে, ফাঁস হল গোপন ভিডিও! ট্রমায় কলকাতার তরুণী
রিপোর্ট অনুযায়ী, রোহিত শর্মাকে খুব সম্ভবত বোর্ডের কাছে ব্রঙ্কো পরীক্ষা দিতে হতে পারে। বলা বাহুল্য, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর এই নতুন ফিটনেস পরীক্ষা শুরু হয়েছিল ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের হাত ধরে। কাজেই, আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাকের আগে রোহিত যে বড়সড় পরীক্ষার মুখে পড়তে চলেছে সে কথা বলাই যায়। আর এই পরীক্ষার রিপোর্টের উপরই নির্ভর করছে শর্মার ভবিষ্যৎ।